জীবনে বিপদ আসুক... সোশ্যাল মিডিয়ায় লিখলেন পরীমনি, জীবনের উপলব্ধির কথা জানালেন সুন্দরী

Published : Oct 18, 2023, 02:53 PM ISTUpdated : Oct 18, 2023, 03:27 PM IST
Pori Moni

সংক্ষিপ্ত

হাসপাতালের বিছানায় শুয়ে অনুভব করলেন সে তার আপন কে পর। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরে আসেন নায়িকা। পোস্টটি ছিল তাঁর জীবনের উপলব্ধি নিয়ে।

ফের খবরে বাংলাদেশি সুন্দরী পরীমনি। বিবাহ বিচ্ছেদ থেকে খবরে নায়িকা। সদ্য কাজে ফিরেছেন তিনি। ডোডোর গল্প নামে একটি ছবির কাজ করছেন। আর এই কাজ করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। ১৩ মাসের ছেলেকে নিয়ে ভর্তি হন হাসপাতালে। সেই হাসপাতালের বিছানায় শুয়ে অনুভব করলেন সে তার আপন কে পর। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরে আসেন নায়িকা। পোস্টটি ছিল তাঁর জীবনের উপলব্ধি নিয়ে।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘মাঝে মধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না এলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারও মনে হত, কারও কাছে আমার কোনও চাওয়া-পাওয়া নেই। সেটা রাখার দরকার নেই। যত কম চাহিদা, জীবন তত সুন্দর। আসলে এই কথাটার মধ্যে বাস্তবতা নেই। আপনার আত্মীয়-স্বজনদের আপনি নিশ্চয়ই খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো, জিজ্ঞেস করুক এতটুকুই চাইবেন।’ সঙ্গে লেখেন, ‘আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতাক কাছে ঋণী। এরাই আমার পরিবার।’

সদ্য পঞ্চম বিয়ে ভাঙা নিয়ে খবরে এসেছিলেন পরীমনি। ২০২২ সালে খবরে আশে পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কের কথা। তার কয়েকদিনের মধ্যে ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন। তারপর তাদের পরিবারে আসে নতুন সদস্য। কিন্তু, টেকেনি এই বিয়েটিও। নানান সমস্যার পর বিচ্ছেদের পথে হাঁটেন পরীমনি ও শরিফুল রাজ। এর আগেও চার বার বিয়ে ভেঙেছে নায়িকার। এবার ভাঙল পঞ্চম বিয়ে।

 

আরও পড়ুন

বিচ্ছেদের পর কেমন কাটছে জীবনের নতুন ইনিংস, অকপট ওপার বাংলার সুন্দরী পরীমনি

বিচ্ছেদের পর কী পরিকল্পনা রয়েছে পরীমনি, জীবনের থেকে তাঁর প্রত্যাশার কথা জানালেন নায়িকা

শরিফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠালেন পরীমনি, ভাঙছে নায়িকা পঞ্চম বিয়ে

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?