এই অভিনেতার এক্সপ্রেসন থেকে শুরু করে বডি ল্যঙ্গুয়েজ ও গলার আওয়াজ কখনও একবারের জন্যও মনে হত না অভিনয় করছেন, যেন সাক্ষাত যমরাজ। এই নামজাদা একজন অভিনেতা হারিয়ে গেলেন ভীড়ের মাঝে।
Mahishasur: মহালয়ার দিন যত এগিয়ে আসে বাঙালির মনে আসে দুটো জিনিস এক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ অন্যদিকে মহিষাসুরমর্দিনি রূপে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের কথা। অবশ্যই বাঙালির কাছে যতদিন এই দিনগুলির গুরুত্ব থাকবে। এদের নামগুলিও বার বার ফিরে আসবে। কিন্তু আরও একটা বিষয় ভেবে দেখুন মহিষাসুরমর্দিনি রূপে যেমন সংযুক্তা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও কথা ভাবা যায় না, চোখ বন্ধ করলেই তাঁর মুখটাই ভেসে ওঠে।
ঠিক একইভাবে মহিষাসুরমর্দিনি- তে যিনি মহিষাসুর- এর ভূমিকায় অভিনয় করেছিলেন সেই অভিনেতার মতো মহিষাসুর- এর দেখা আজও মেলেনি। কিন্তু কোথায় আছেন তিনি, কী নাম সেই অভিনেতার? চলুন আজ আপনাদের জানাই সেই অভিনেতার বর্তমান অবস্থা সম্পর্কে। যমরাজ হোক বা মহিষাসুর এই দুই ক্ষেত্রেই অমল চৌধুরী ছিলেন ডিরেক্টরের প্রথম চয়েজ। ওনাকে ছাড়া এই সব চরিত্রে সেই সময় ভাবাই যেত না। এই অভিনেতার এক্সপ্রেসন থেকে শুরু করে বডি ল্যঙ্গুয়েজ ও গলার আওয়াজ কখনও একবারের জন্যও মনে হত না অভিনয় করছেন, যেন সাক্ষাত যমরাজ। এই নামজাদা একজন অভিনেতা হারিয়ে গেলেন ভীড়ের মাঝে।
যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধরণের কাজ হওয়ার বন্ধ হয় যায়, ফলে বাংলা ইন্ডাষ্ট্রি আর মনেই রাখেননি এমন বহু গুণী অভিনেতাদের। বর্তমানে অমল চৌধুরী অশোক নগরের বসিন্দা। শুধু অভিনয়ে নয় বাস্তুব জীবনেও তিনি বেশ গুরুগম্ভীর একজন মানুষ। তার বোনের সঙ্গে দুজনে মিলে চরম দারিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছেন এই শিল্পী। চরম আর্থিক দুরাবস্থার জন্য পাতে একমুঠো ভাত জোগার করতে হিমশিম খাচ্ছেন এক সময়ের এই দুঁদে অভিনেতা। এর থেকে চরম দুর্ভাগ্য বোধহয় আর কিছু হয় না।