সেভেন ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে ঋদ্ধিমা। একান্ত সাক্ষাৎকারে সেভেন নিয়ে একাধিক গল্প উঠে এল। শ্যুটিং থেকে লোকেশন, অভিনয়, সহকারী অভিনেতা-অভিনেত্রীরা এবং অবশ্যই গৌরব- বলতে গেলে অকপট ছিলেন ঋদ্ধিমা।
ফের একবারই গৌরবের সঙ্গেই একই প্রজেক্টে ঋদ্ধিমা। কিন্তু, এই রিল লাইফে তাঁদের মধ্যে কোনও প্রেম-ভালোবাসা বা স্বামী-স্ত্রী-র সম্পর্ক দেখানো হয়নি। তাঁরা পেশাদার অভিনেতা। তাই রিল লাইফে একসঙ্গে কাজ করতে হলেই যে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা হতে হবে, এমনটা মনে করেন না ঋদ্ধিমা। ওয়েব সিরিজ সেভেন-এর সবচেয়ে বড় বিষয় যে অঞ্জন দত্ত তা একান্ত সাক্ষাৎকারে সাফ জানিয়েও দেন তিনি। সেভেন মানে সাত তাঁর কাছে একটা শুভ সংখ্যা, তাই ওই ওয়েব সিরিজ তাঁর কাছে সৌভাগ্যের প্রতীক বলেই বিবেচিত হবে বলে আশা করছেন ঋদ্ধিমা।