ওয়েব সিরিজ সেভেন মুক্তি পেয়েছে জি ৫ অ্যাপ-এ। থ্রিলার-সাসপেন্স এবং সম্পর্কের টানাপোড়নের এক অসামান্য কাহিনি বলছে এই ওয়েব সিরিজ। একান্ত সাক্ষাৎকারে আর কি বললেন গৌরব
সেভেন নিয়ে প্রবলই উচ্ছ্বসিত গৌরব চক্রবর্তী। তাঁর মতে, এতে যেভাবে বন্ধুত্বের কাহিনির আড়ালে আরও এক কাহিনি এখানে বিস্তৃত হয়েছে তা অনবদ্য। এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় বিষয় অঞ্জন দত্ত। তাঁর এই প্রজেক্টে কাজ করাটা একটা অসামান্য বিষয় বলেই মনে করছেন গৌরব। ওটিটি প্ল্যাটফর্মে এর আগেও একাধিকবার দেখা গিয়েছে গৌরবকে। সেভেনে নিয়ে তিনি প্রবল আশাবাদী। কারণ, এখানে যেভাবে থ্রিলার-সাসপেন্স এবং সম্পর্কের টানাপোড়েনের কাহিনি মেলে ধরা হয়েছে তা দর্শকদের পছন্দ হবে বলেই মনে করছেন গৌরব |