ফেলুদা চরিত্রে ফের অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়-এর অমর সৃষ্টি গোয়েন্দাপ্রবর প্রদোষ মিত্তির ওরফে ফেলুদা-র চরিত্রের এই দ্বিতীয় অভিযান কেমন ছিল তা নিয়েই আড্ডায় মাতলেন পরম।
ফেলুদা আসলে এমন একটা চরিত্র যাকে নিয়ে বাঙালির কেটেছে অলস দুপুর, প্রচুর মন ভালো করা সময়। এশিয়ানেট নিউজ বাংলা-র সঙ্গে সাবাশ ফেলুদা নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই বললেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতার মতে, ফেলুদা-কে শুধুমাত্র একজন আটপৌড়় বাঙালি বলে ভাবলে ভুল হবে। কারণ, সত্যজিৎ রায় সৃষ্টির সময় থেকেই ফেলুদা চরিত্রকে তৎকালীন আর দশটা-পাঁচটা বাঙালির থেকে অনেক বেশি আধুনিক করে উত্থাপিত করেছিলেন। সুতরাং, সাবাশ ফেলুদা-র ওয়েব সিরিজে যে ফেলুদাকে উপস্থাপিত করা হয়েছে তাকে এই বর্তমান সময়ের মতো করে গড়া হয়েছে। আর এজন্য ফেলুদা-র তথাকথিত আচার-আচরণ এবং গ্যাজেট ব্যবহারে বেশকিছু জিনিস দেখানো হয়েছে যা আগে কখনও সত্যজিৎ-এর সৃষ্টিতে দেখা যায়নি। যেমন- সাবাশ ফেলুদা-তে ফেলুদাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে, এমনকী তাঁর কোল্ট রিভলবারের বদলে গিয়ে সেখানে স্থান পেয়েছে অত্যাধুনিক গ্লক।