আসছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড- সিনেমার সমাবর্তন

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন হল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের । সেখানে জানানো হয় সিনেমার সমাবর্তন অনুষ্ঠিত হবে ৮ই জানুয়ারি ২০২৩, এবছর সিনেমার সমাবর্তন সপ্তম বর্ষে পা দিল ।

আসছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড- সিনেমার সমাবর্তন।  কারা থাকছে প্রতিযোগিতার দৌড়ে? সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো তাদের সপ্তম বর্ষের নমিনেশন তালিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী, পাওলি দাম, বিরসা দাশগুপ্ত এবং প্রসূন চ্যাটার্জী। সেরা সিনেমার লড়াইয়ে থাকছে অপরাজিত, দোস্তজি, বল্লভপুরের রূপকথা, আ হোলি কনসপিরেসী, লক্ষ্মী ছেলে, ঝিল্লি। সেরা পরিচালকের তালিকায় অনিক দত্ত, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী, ধ্রুব ব্যানার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়। সেরা অভিনেতা অর্জুন চক্রবর্তী, ঋদ্ধি সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, দেব। সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, গার্গী রায়চৌধুরী, শুভশ্রী গাঙ্গুলী, অর্পিতা চ্যাটার্জী। থাকছে আরো একাধিক বিভাগ। ৮ই জানুয়ারি ২০২৩ জেম সিনেমা হলে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও