
পশ্চিমবঙ্গের খড়গপুরের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়র ব্যক্তিগত জীবন সম্প্রতি বড় বিতর্কে জড়িয়ে পড়েছে। হিরণ তার দ্বিতীয় বিবাহের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর থেকেই গল্প শুরু হয়।
ছবিতে দেখা যায় বারাণসীর ঘাটে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও পরবর্তীতে হিরণ নিজেই তা মুছে দেন। কিন্তু কে এই ঋতিকা গিরি। সামাজিক মাধ্যম থেকে জানা যায়, তিনি মডেল ও ফিটনেস ইনফ্লুয়েন্সার। রাজনীতির কারণে খড়গপুরে গিয়েই হিরণের সঙ্গে আলাপ হয় ঋতিকার।
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় তৎক্ষণাতই সাড়া দেন। তিনি জানান, তাঁরা এখনও আইনিগতভাবে বিবাহ বিচ্ছেদ করেননি এবং তাই এই দ্বিতীয় বিবাহ গণ্য বৈধ নয়। অনিন্দিতা জানান, তিনি অনেক দিন ধরেই পরিবারের জন্য অসুস্থতা সহ্য করছেন এবং এই ঘটনায় তাদের ১৯ বছর বয়সী মেয়েও মানসিক ও শারীরিকভাবে কষ্টে আছে।
এ ছাড়াও অনিন্দিতা হিরণ ও ঋতিকার বিরুদ্ধে আনন্দাপুর থানায় একটি FIR করেন, যেখানে তিনি হিরণের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন এবং বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তোলেন।
ঋতিকা গিরিও এই সব অভিযোগের বিরুদ্ধে দাবি করেন যে, তিনি ও হিরণ গত পাঁচ বছর ধরে সম্পর্কিত এবং অনিন্দিতা আগেও এই সম্পর্কে জানতেন। অনিন্দিতাকে ডিভোর্স নোটিশ দেওয়া হয়েছিল। তাদের সম্পর্ক ও বিবাহ সম্পর্কে সমগ্র তথ্য প্রকাশ্যে ছিল, তাই কিছু গোপন ছিল না।অনিন্দিতা যদি মনে করেন এটি আইনগতভাবে ভুল, তাহলে কোর্ট বা পুলিশের কাছে প্রমাণ নিয়ে আসুন।
এছাড়া ঋতিকা দাবি করেন যে জন্ম ও বয়স সম্পর্কিত তথ্য ভুলভাবে প্রচারিত হয়েছে । এই ঘটনায় হিরণের মেয়েও মুখ খুলেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এই বিবাহের বিষয়ে কোনও তথ্য পাননি, এবং এই খবর তাঁর জন্য মানসিকভাবে খুব কষ্টকর ছিল।