"সিঁদুর দেখাচ্ছে? কীসের অপারেশন সিঁদুর?" ফের চাঞ্চল্যকর মন্তব্য কবীর সুমনের! কী বললেন গায়ক?

Published : May 08, 2025, 05:35 PM IST
Kabir Suman

সংক্ষিপ্ত

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন কবীর সুমন। তিনি যুদ্ধের বিরুদ্ধে এবং দেশপ্রেমকে বুজরুকি বলে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, দেশভাগের সময় কারো অনুমতি নেওয়া হয়েছিল?

গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় নিহন হন ২৬ জন পর্যটক। তারপরেই গর্জে ওঠে ভারত অপারেশন সিঁদুরের হাত ধরে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত।

এই আবহে একটি সংবাদ মাধ্যমে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খোলেন কবীর সুমন। তিনি জানান যে তিনি যুদ্ধ বিরোধী মানুষ। যে বা যারাই শুরু করুক তিনি যুদ্ধের বিরুদ্ধে থাকবেন।

প্রবীণ গায়ক বলেন "আমি সম্পূর্ণ ভাবে যুদ্ধের বিরুদ্ধে। সে যেই যুদ্ধ করুক। আমি যুদ্ধ বিরোধী মানুষ। আমি তো গানে গানে যুদ্ধ বন্ধের কথা লিখেছিলাম। আজ সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সেই গান মনে পড়বে"

এ ছাড়াও তিনি বলেন, " দেশপ্রেম আমার কাছে বুজরুকি। যেখানে মানব প্রেম নেই। মানুষের জন্য প্রাণীদের জন্য প্রেম নেই। এই দেশ যখন ভাগ হয়, তখন কেউ আমার অনুমতি নিয়েছিল, দেশের কোনও মানুষের অনুমতি নেওয়া হয়েছিল? একটা যুদ্ধ হলে অস্ত্র চালনার জেরে এমন কত প্রাণ চলে যায় যারা এই পৃথিবীর কোনও ক্ষতি করেনি। কত গাছ জ্বলেপুড়ে যায়। যারা দেশপ্রেম দেখাচ্ছেন, তাঁরা এই গাছ পুড়ে যাওয়া, পোকামাকড়, পাখি মারা যাওয়া নিয়ে কোনও মন্তব্য করছে না। কারওর এই নিয়ে কোনও হেলদোল নেই"।

এ ছাড়াও অপারেশন সিঁদুর প্রসঙ্গে কবীর সুমন বলেন, " সিঁদুর দেখাচ্ছে? কীসের অপারেশন সিঁদুর? এর বেশি আমি কিছু বলতে চাই না, মুখ দিয়ে বাজে কথা বেরবে। আমি ৭৭ বছরের বৃদ্ধ। আমি পুরোপুরি ভাবে এই দেশপ্রেম যুদ্ধের বিরুদ্ধে। যে ধর্মের নামে যুদ্ধ হয় সেই ধর্ম আমি মানি না। "

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?