যৌন হেনস্থার অভিযোগের মাঝে তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ফের বিতর্কে হিরো আলম

Published : May 08, 2025, 03:57 PM IST
HERO ALOM

সংক্ষিপ্ত

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ উঠেছে এবং তিনি তার তৃতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন। বাবার অসুস্থতার সময় স্ত্রীর অন্য পুরুষের সাথে সম্পর্কের কারণে এই বিচ্ছেদ হয়েছে বলে তিনি দাবি করেছেন। 

একের পর এক বিতর্কে জড়িয়ে চলেছে হিরো আলম। এখন তিনি বাংলাদেশের আলোচনার শীর্ষে। তাঁর বিরুদ্ধে এক মহিলা ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ এনেছেন। এই বিতর্কের মাসে সামনে এক আরও এক চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন, তৃতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ায় আমার পিছনে নানা মেয়েকে লেলিয়ে দিয়েছে। সদ্য প্রয়াত হয়েছেন তাঁর বাবা। বাবা অসুস্থতার সময় থেকে পরিবারের অশান্তি শুরু হয়। এর কারণ তাঁর বিচ্ছেদ।

হিরো আলম বলেন, বাবার অসুস্থতার সময় এক দিনের জন্যও তাঁকে দেখতে যায়নি আমার স্ত্রী। উল্টে অন্য পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাই ওকে তিন তালাক দিয়েছি আমি।

রিয়া মণির সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পরেই বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক যে এত তিক্ত হয়ে যাবে তা তিনি বুঝতে পারেননি। রিয়া মণির সঙ্গে বেশ কিছুদিন প্রেম ছিল হিরো আলমের। তারপর সে সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছায়।

সদ্য তাঁর বিরুদ্ধে এক মহিলা ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ এনেছেন। এই নিয়ে তিনি বলেন, ‘ধর্ষণের মামলা করলেই তো শুধু হল না, তার সাক্ষ্য়প্রমাণ দরকার।’ তিনি আরও বলেন, যদি প্রমাণ করতে পারেন তিনি সন্তা নষ্ট করেছেন তাহলে সব শাস্তি মাথা পেতে নেবেন।

প্রসঙ্গত গত রবিবার উত্তর জনপদ জেলার বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ এক মহিলা এই মামলা দায়ের করেন। আদালতে বিচারক মহম্মদ আনোয়ারুল হক এই মহিলাদের অভিযোগ গ্রহণ করেছেন। সঙ্গে মহিলার জবানবন্দি নেওয়া হয়েছে। সঙ্গে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

ওই মহিলা জানান, হিরো আলম তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী, নায়িকা বানানোর আশ্বাস দেন। বাড়ি ভাড়া করে তারা নাকি থাকতেন। কথা দিয়েছিলেন, মৌলবী ডেকে বিয়ে করবেন। এরই মাঝে মহিলা গর্ভবতী হয়ে গেলে তাঁকে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে চাপ দেওয়া হয় গর্ভপাত করানোর জন্য। তিনি রাজি না হলে তাঁকে হিরো আলম এবং আরও ৪ জন মিলে মারধর করে। এতে রক্তক্ষরণ হয়। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে গর্ভপাত হয় বলে জানান। ২৬ এপ্রিল পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন বলে জানান ওই মহিলা।

এদিকে হিরো আলম আবার  জানিয়েছেন, এই মুহূর্তে নতুন সম্পর্কে আছে। তাঁর জীবনের নতুন প্রেম হল রিয়া চৌধুরী। তাঁর সঙ্গে যেমন কাজ করছেন, তেমনই সম্পর্কে আছেন। ফলে অনেকেরই আন্দাজ চতুর্থ বিয়ে করতে পারেন হিরো আলম।

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে