ওয়েব সিরিজ আবার প্রলয় মুক্তি পেয়েছে ১১ অগাস্ট । আবার প্রলয়ের অ্যাকশন, ক্যামেরা, এডিটিং-এর কাজ সকলকে মুগ্ধ করে, দেখুন কেমন ভাবে শুট হয়েছে আবার প্রলয় ।
সুন্দরবন এবং তার বুকে গড়ে ওঠা নারী পাচারচক্র। যাদের জলপথে চালান করে দেওয়া হয় বাইরের দেশে। আর এই সুংগঠিত নারী পাচারচক্রের বিরুদ্ধে গর্জে ওঠেন বিনোদ বিহারী দত্ত। তাঁর লড়াই দেখে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে নেমে পড়েন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। তাঁকেও সাহায্য করেন এক মহিলা হেড কন্সটেবল। পরিচালক রাজ চক্রবর্তীর দাবি, এর আগে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এমন ধুন্ধুমার ওয়েব সিরিজ হয়নি। আবার প্রলয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মে এক নতুন দিগন্ত খুলতে চলেছেও মনে করছেন রাজ। বাংলা এই ওয়েব সিরিজের প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, আবার প্রলয় যেমন কাহিনি ও তার বিন্যাসে দর্শকদের মন ছুঁয়ে যাবে তেমনি এর অ্যাকশন এবং ক্যামেরা, এডিটিং-এর কাজ সকলকে মুগ্ধ করে দেবে।