এক কথায় পরিস্থিতিটাকে লকডাউন বললেই চলে। বন্ধ সব রকমের বিনোদনের রাস্তা। বাড়িতে থাকাই এখন একমাত্র সুস্থতার চাবিকাঠি। সারা দেশ জুড়ে যেছবি উঠে আসছে করোনা পরিস্থিতির তাতে সেলিব্রেশনই সাজে না কারুর। হাজার হাজার মায়ের কোল হচ্ছে খালি, কেউ আবার মাকে হারাচ্ছে মারণ ভাইরাসের কোপে। এরই মাঝে উপস্থিত এক ছুটির দিনে মাতৃদিবস। তাই ঘরোয়া উপায় হোক সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় বলিউড থেকে টলিউড তারকারা শুভেচ্ছা জানাতে ভুললেন না।
আরও পড়ুন- ২৪ ঘণ্টারও কম সময়,বিরুষ্কার ডাকে করোনা খাতে জমা পড়ল প্রায় সাড়ে তিন কোটি
মায়ের ছবি পোস্ট করে মাদার্স ডে-তে শুভেচ্ছা জানালেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পরিচালক রাজ চক্রবর্তী একের পর এক মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
মায়ের ছবি শেয়ার করে এক দীর্ঘ পোস্ট করেলন বলিউড অভিনেতা শাহিদ কাপুর।
নীতু কাপুরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট ঋদ্ধিমা কাপুরের। শেয়ার করলেন ছবি।
মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে অনন্যা পান্ডে শুভেচ্ছা জানালেন মাকে।
পৃথিবীর সব মাকে শুভেচ্ছা জানালেন বলিউড স্টার অমিতাভ বচ্চন।
ছেলের ছবি শেয়ার করে মাতৃদিবসে শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন সকাল থেকেই নানান পোস্টে ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেলেব সিনে দুনিয়া থেকে শুরু করে ক্রিকেট মহল, রাজনীতিবিদ, যে যার মত করে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছে মাকে।