ডেইজি শাহ সলমান খানের 'জয় হো' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে এরপর তিনি তেমন কোনো সিনেমায় দেখা যাননি।
জারিন খান 'বীর' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তবে এরপর তিনি তেমন কোনো সাফল্য পাননি।
সলমান খানের 'বডিগার্ড' সিনেমায় দেখা গিয়েছিল হ্যাজেল কিচকে। কিছুদিন পর তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন।
সলমান খানের ব্লকবাস্টার 'তেরে নাম'-এ অভিনয় করা ভূমিকা চাওলা কিছুদিন পর বলিউড থেকে দূরে সরে যান।
সলমান খানের 'দাবাং ৩' সিনেমায় অভিনয় করা সাই মঞ্জরেকারও তেমন সাফল্য পাননি।
স্নেহা উল্লাল 'লাকি: নো টাইম ফর লাভ' সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি হঠাৎ করেই হারিয়ে যান।
সলমান খানের 'সনম বেওয়াফা' সিনেমায় অভিনয় করা অভিনেত্রী চাঁদনী মাত্র কয়েকটি সিনেমা করার পর ফিল্মি দুনিয়া থেকে দূরে সরে যান।
Sayanita Chakraborty