- Home
- Entertainment
- Bollywood
- Bollywood Gossip: সলমন খানের কোন ছবির রিমেক হয়েছে দক্ষিণে? পরপর দুটি ভাষায়
Bollywood Gossip: সলমন খানের কোন ছবির রিমেক হয়েছে দক্ষিণে? পরপর দুটি ভাষায়
সলমান খান দক্ষিণ ভারতের অনেক ছবির রিমেকে অভিনয় করেছেন। কিন্তু তাঁর এমন একটি ছবিও আছে, যার রিমেক দক্ষিণেও তৈরি হয়েছে। জেনে নিন কোন ছবিটি এবং কোন কোন ছবি তার দক্ষিণী রিমেক....

দাবাং যাচ্ছে দক্ষিণে
সলমান খানের 'দাবাং', যার দক্ষিণে রিমেক হয়েছে, ২০১০ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন অভিনব সিং কাশ্যপ।
অভিনেত্রী ছিলেন সোনাক্ষী
সলমান খানেরে সঙ্গে মুখ্য অভিনেত্রী ছিলেন সোনাক্ষী সিনহা এবং খলনায়কের ভূমিকায় ছিলেন সোনু সুদ। ছবিতে বিনোদ খান্না, ডিম্পল কাপাডিয়া এবং আরবাজ খানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বক্স অফিসে সাফল্য
দাবাং বক্স অফিসে সুপারহিট ছিল। ছবিটি প্রায় ৪১ কোটি টাকায় নির্মিত হয়েছিল এবং এটি ভারতে নেট প্রায় ১৩৮.৮৮ কোটি টাকা এবং বিশ্বব্যাপী গ্রস ২২১.১৪ কোটি টাকা আয় করেছিল।
২ ভাষায় রিমেক
দাবাং -এর দক্ষিণী সিনেমায় দুটি রিমেক তৈরি হয়েছে। এর মধ্যে একটি তামিল ভাষায় এবং অন্যটি তেলেগুতে গব্বর সিং নামে তৈরি। দুটি ছবি এক বছরের ব্যবধানে তৈরি হয়েছিল।
ব্যবসা
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি পরিচালনা করেছেন এস. ধরণী। ছবিতে মুখ্য অভিনেতা ছিলেন সিলম্বরাসান এবং খলনায়কের ভূমিকায় ছিলেন সোনু সুদ। বলা হয় ছবিটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছিল।
তেলেগুতে ব্যবা
দাবাং -এর দ্বিতীয় রিমেক তেলেগুতে 'গব্বর সিং' নামে তৈরি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছেন হরিশ শংকর। ছবির মুখ্য নায়ক ছিলেন পবন কল্যাণ এবং খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট ছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

