ছবির পর্দায় আমরা প্রায়শই বিভিন্ন সুন্দর দৃশ্য দেখতে পাই। বিদেশের পটভূমি হোক কিংবা দেশের কোনও সুন্দর স্থান- সেখানে নায়ক নায়িকা রোম্যান্স করে থাকেন। কিংবা সিনেমার পর্দায় কখনও কখনও দেখানো হয় বিলাসবহুল বাড়ি। এই সব দেখে অনেকেই মনে করেন শ্যুটিং করা বেশ সহজ কাজ। কিন্তু, একেবারই তা নয়। ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে কঠিন পরিশ্রম করতে হয় তারকাদের।