রইল ৮ বলিউড তারকার কথা, ছবির চরিত্র ফুটিয়ে তুলতে নিজের চেহারায় এনেছেন আমূল পরিবর্তন

ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে কঠিন পরিশ্রম করতে হয় তারকাদের। চরিত্রের জন্য অনেক সময় নিজের চেহারায় আনতে হয় পরিবর্তন। আজ রইল ৮ বলিউড তারকার কথা, ছবির চরিত্র ফুটিয়ে তুলতে নিজের চেহারায় এনেছেন আমূল পরিবর্তন। দেখে নিন তালিকায় কে কে আছেন।

Sayanita Chakraborty | Published : Jun 12, 2023 6:30 AM IST
110
ভূমি পডনেকর

দম লাগা কে হাইশা ছবিতে ভূমির চেহারার কথা সকলেরই মনে আছে। ছবির জন্য প্রায় ২৩ কেজি ওজন বাড়াতে হয়েছিল ভূমিকে। ৬ মাসে তিনি ২৩ কেজি ওজম বাড়িয়েছিলেন। পরে ছবির কাজ শেষ হলে ওজন ঝড়িয়ে আগের চেহারায় ফিরে যান।

210
রাজকুমার রাও

ট্র্যাপড এবং বোস ডেড/এলাইভ- এই দুই ছবির জন্য রাজকুমার রাও তাঁর চেহারায় আমূল পরিবর্তন। ট্র্যাপড ছবির চরিত্র ফুটিয়ে তুললে বিস্তর ওজন কমান। ২২ দিন ধরে এক কাপ কালো কফি ও দুটি গাজর খেয়ে থাকতেন। তেমনই বোস ডেড/এলাইভ ছবির জন্য ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। ১১ কেজি ওজন বাড়িয়ে ছিলেন ছবির জন্য।

310
রণদীপ হুডা

সরবজিত ছবিতে পাঞ্জাবি কৃষকের ভূমিকায় অভিনয় করেন। এই ছবির ২৮ দিনে ১৮ কেজি ওজন কমিয়েছিলেন রণদীপ হুডা। তেমনই শীঘ্রই আসছে বীর সভারকার -র বায়োপিক। এই ছবির জন্য ফের ওজন কমিয়ে খবরে আসেন রণদীপ হুডা।

410
বিদ্যা বালন

ডার্টি পিকচার ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালন। এটি ছিল একটি বায়োপিক ছবি। ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে ১২ কেজি ওজন বৃদ্ধি করেন বিদ্যা বালন।

510
হৃতিক রোশন

গুজারিশ ছবিতে তাঁর চরিত্রে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে কঠিন পরিশ্রম করতে হয়েছিল তাঁকে। এই সময় তিনি জিম থেকে দূরে রাখতেন। শারীরিক প্রতিবন্ধীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য ব্যায়াম করা বন্ধ করতে হয়েছিল তাঁকে। তেমনই ওজন বাড়িয়েছিলেন কয়েক পাউন্ড।

610
আমির খান

দঙ্গল ছবির জন্য নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন আমির খান। তিনি পাঁচ মাসে সিক্স প্যাক তৈরি করেন। তেমনই ওজন করেছিলেন ৬৮ কেজি। পরে আবার ওজন বাড়াতে হয়েছিল তাঁকে।  যা নজর কেড়েছিল সকলের।

710
ফারহান আখতার

একজন ক্রীড়াবিদের চরিত্রে ভাগ মিলখা ভাগ ছবিতে অভিনয় করেন ফারহান আখতার। ছবিতে অলিম্পিয়ান রানারের ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। ছবির চরিত্রের জন্য নিখুঁত শারীরিক গঠনের প্রয়োজন ছিল। সে কারণে নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন ফারহান আখতার।

810
প্রভাস

প্রভাস অভিনীত বহুবলী ভারতীয় হিট ছবির তালিকার শীর্ষদিকের স্থানে আছে। এই ছবির প্রধান চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। ছবির চরিত্রের জন্য তিনি কঠিন পরিশ্রম করেছিলেন। ওজন বৃদ্ধির সঙ্গে পেশী শক্ত করতে হয়েছিল। এই সময় কার্বোহাইড্রেট ভারী ডায়েট করতে হত তাঁকে।

910
বলিউড সেলেব

ছবির পর্দায় আমরা প্রায়শই বিভিন্ন সুন্দর দৃশ্য দেখতে পাই। বিদেশের পটভূমি হোক কিংবা দেশের কোনও সুন্দর স্থান- সেখানে নায়ক নায়িকা রোম্যান্স করে থাকেন। কিংবা সিনেমার পর্দায় কখনও কখনও দেখানো হয় বিলাসবহুল বাড়ি। এই সব দেখে অনেকেই মনে করেন শ্যুটিং করা বেশ সহজ কাজ। কিন্তু, একেবারই তা নয়। ছবির চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে কঠিন পরিশ্রম করতে হয় তারকাদের।

1010
বলিউড সেলেব

চরিত্রের জন্য অনেক সময় নিজের চেহারায় আনতে হয় পরিবর্তন। এই ৮ বলিউড তারকার করেছিলেন এমনটাই। ছবির চরিত্র ফুটিয়ে তুলতে নিজের চেহারায় এনেছেন আমূল পরিবর্তন। মেনে ছিলেন কঠিন নিয়ম।

Share this Photo Gallery
click me!

Latest Videos