Parineeti-Raghav: দীর্ঘ একমাস অনুসন্ধানের পর স্থির হল ‘বিয়ের ভেনু’, উদয়পুরেই বসবে বিয়ের আসর, মিলল ইঙ্গিত

১৩ মে বাগদান সম্পন্ন হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। শিখ রীতি মেনে বাগদান সম্পন্ন হয়। দিল্লিতে হয়েছিল অনুষ্ঠান। এবার সাত পাকে বাঁধা পড়ার পালা। সে কারণে দীর্ঘদিন ধরে বিয়ের ভেনু ঠিক করতে অনুসন্ধান করে চলেছেন রাঘব-পরিণীতি।

Sayanita Chakraborty | Published : Jun 10, 2023 7:38 AM IST / Updated: Jun 10 2023, 02:18 PM IST
110
রাঘব-পরিণীতি

কোথায় বসবে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের আসর তা নিয়ে দীর্ঘ জল্পনা চলছে বহুদিন ধরে। দিদি প্রিয়াঙ্কার মতো তিনি যে রাজস্থানেই বিয়ে করতে চান তা আগেই জানা গিয়েছে। তবে, রাজস্থানের কোথায় বিয়ে করবেন তা নিয়ে চলছিল জল্পনা। এবার অবসান হল সকল জল্পনার।

210
বিয়ের ভেনু

জাঁকজমক পূর্ণ ভাবে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। ফলে, বিয়েতে যে কার্পণ্য করবেন না তা অনেকে আগেই সকলে বুঝে গিয়েছেন। বর্তমানে চলছে ডেস্টিনেশন ওয়েডিং। ফলে তাঁরাও সে পথে হাঁটবেন তা অনেকেই জানান। অধিকাংশ তারকা আজকাল রাজস্থানে বিয়ে করছেন। এবার এই পথে হাঁটলেন নায়িকা।

310
রাঘব-পরিণীতি

দিদি প্রিয়াঙ্কার মতো রাজস্থানেই বসবে বিয়ের আসর। সে কারণ বাগদানের পর বিয়ের ভেনু ঠিক করতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা একাধিক বার উড়ে গিয়েছিলে রাজস্থান। সেখানে একাধিক ভবন ঘুরে দেখেন। এবার দীর্ঘ একমাস অনুসন্ধানের পর স্থির হল ভেনু। মনে হচ্ছে দ্য ওবেরয় উদয়বিলাসে বিয়ে করবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার।

410
বিয়ের ভেনু

২০১৮ সালে মার্কিন নাগরিক নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা। হিন্দু, ক্রিশ্চান দুই রীতি মেনে বিয়ে করেছিলেন। দিনে ক্রিশ্চান রীতিতে বিয়ে হয়। আর রাতে হিন্দু রীতিতে। জ্যোতিষ মেনে, রাত ১০টায় বসেছিল বিয়ের অনুষ্ঠান। উমেদ ভবনে হয়েছিল বিয়ে।

510
বিয়ের ভেনু

এদিকে কদিন আগে জয়পুরে গিয়ে খবরে এসেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। শিখ ধর্ম মতে বাগদান করেছিলেন তাঁরা। নিয়ম মেনে বিকেলে শুরু হয়েছিল অনুষ্ঠান। তবে, শেষ পর্যন্ত বিয়েতে কী করেন তা সময় বলবে।

610
রাজস্থানে বিয়ের

এদিকে, সদ্য রাজস্থান পৌঁছান তারা। এয়ারপোর্ট থেকে সোজা যান দ্য ওবেরয় উদয়বিলাসে। পিচোলা লেকে বোটে চেপে তাঁরা সেই স্থান পরিদর্শন করেন। এমনকী, সেখানে গিয়ে উদয়পুর ট্যুরিজম ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টরের সঙ্গে কথা বলেন। এর থেকেই স্পষ্ট সেখানে বিয়ে করছেন তাঁরা।

710
রাঘব-পরিণীতি

এদিকে এখন দিন প্রকাশ্যে না এলেও পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার যে শীঘ্রই বিয়ে করছেন তা আগেই জানা গিয়েছে। কদিন আগে প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়া পোস্টে পরিণীতি এমন একটি কমেন্ট করেন যা থেকে স্পষ্ট আর বেশি দেরি নেই পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের।

810
রাঘব-পরিণীতি

শোনা গিয়েছিল, সেখানের এক ভিলার নাম উঠে আসে। তারপর শোনা গিয়েছিল লীলা প্রাসাদও ভাড়া নিতে পারেন। কারণ একদিন লীলা প্রাসাদও পরিদর্শন করেন রাঘব-পরিণীতি।

910
পরিবার ও ঘনিষ্ঠি বন্ধুদের সঙ্গে প্রিয়াঙ্কা

এদিকে ১৩ মে দিল্লির কপুরথলা হাউসে বসেছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদানের অনুষ্ঠান। অনুষ্ঠানের দিন দিল্লির কপুরথলা হাউসে দেখা গিয়েছে আলোক সজ্জা। ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন একাধিক বিখ্যাত ব্যক্তি। এই তালিকায় যেমন ছিলেন ফিল্মি দুনিয়ার তারকারা। তেমনই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

1010
বিয়ের ভেনু

বাগদানের অনুষ্ঠানে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সবুজ রঙের পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। তবে, বোনের বাগদানে একই হাজির হন। মেয়ে ও নিক-কে ছাড়াই আসেন প্রিয়াঙ্কা। তবে, নিকে ও মেয়ে মালতি মেরী কেন আসেননি তা জানা যায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos