আকাশ থেকে ভেঙে পড়ল বিশাল বরফের চাঁই! বিকট শব্দে কেঁপে উঠল বাঁকুড়া, দেখে হতবাক বিজ্ঞানীরাও
চাষের জমিতে কাজ করছিলেন বেশ কয়েকজন। হঠাৎ শোনা গেল বিকট শব্দ। আকাশ থেকে পড়ল বিশাল বরফের চাঁই। না কোনও বিদেশের ঘটনা নয়। এই ঘটনা ঘটেছে এই রাজ্যেই।
বাঁকুড়ার সিমলাপালে হঠাৎ আকাশ থেকে উড়ে এসে পড়েছে বিশাল বরফের চাঁই। যা দেখে রীতিমতো তাজ্জব বিজ্ঞানীরাও।
বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়া জেলায়। মেঘলা আকাশের জন্য আকাশে সূর্যের দেখা মিলছে না। তবে শনিবার থেকে সামান্য রোদের উঁকি দেখা গিয়েছে এই জেলায়। সিমলাপাল ব্লকের রামবনি গ্রামে চাষের কাজে বেরিয়েছিলেন বেশ কয়েকজন কষক। জমি পরিচর্যার সময়তেই ঘটেছে এই ঘটনা। হঠাৎ আকাশ থেকে পড়েছে বিশাল বরফের চাঁই।
প্রথমে এই ভয়ঙ্কর আওয়াজ শুনে কোনও মতে ভয় কাটিয়ে দেখতে গেলে দেখা যায় যেখানে বরফের চাঁই পড়ে আছে সেখা নে পড়ে রয়েছে গুঁড়ো গুঁড়ো বরফ।
এ প্রসঙ্গে এক স্থানীয় কৃষক জানান, " প্রথমে বিকট শব্দ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম তারপর গিয়ে থাকি একটা বিশাল আকারের বরফ পড়ে রয়েছে। প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে প্রায় কুইন্টাল খানেক ওজন হবে"।
এই ঘটনায় বিজ্ঞানীরাও হতবাক হয়েছেন, তাঁদের মতে " প্রাকৃতিক ভাবে এত বড় আকারের বড় বরফ বায়ুমণ্ডলে তৈরি হওযা কার্যত অসম্ভব। তাই কোনও প্লেনের থেকে এই বরফের চাই পড়তে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে।"