
বলিউড সুপারস্টার আমির খান তার ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন। এই সম্পর্কের কথা জানানোর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মঙ্গলবার, আমির ও গৌরীকে প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে দেখা যায়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। তাঁরা যখন গাড়িতে উঠছিলেন তখনই ক্যামেরাবন্দি করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় আমির প্রথমে বিল্ডিং থেকে বেরিয়ে পাপারাজ্জিদের দিকে হেসে তাকান। তিনি গৌরীর জন্য অপেক্ষা করেন এবং দ্রুত তাকে গাড়িতে তুলে নেন।
আমির এর আগে রীনা দত্ত এবং পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। রীনার সঙ্গে তার প্রথম বিয়ে। রীনা আর আমিরের জুনায়েদ এবং ইরা নামে দুটি সন্তান রয়েছে। অভিনেতা এবং তার দ্বিতীয় স্ত্রী, পরিচালক কিরণ রাও, ২০০৫ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে আলাদা হয়ে যান। তবে তারা তাদের ছেলে আজাদকে একসঙ্গে দেখাশোনা করেন। গৌরীতে আমিরের জীবনে তৃতীয় মহিলা বলা যেতেই পারে। যদিও একাধিক মহিলার সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন শোনা যেত বলিউডে।
আমির খান জন্মদিনে আয়োজিত প্রেস ইভেন্টে তাঁর আর গৌরীর সম্পর্কের কথা বলেন। পাশাপাশি আগামী দিনের বিষয়েও মুখ খোলেন। তিনি কীভাবে মহাকাব্য মহাভারতকে একটি চলচ্চিত্রে রূপান্তর করতে আগ্রহী তাও জানান। তিনি বলেন, "আমরা কেবল লেখার প্রক্রিয়া শুরু করছি। আমরা একটি দল গঠন করছি... দেখা যাক সেটা কেমন হয়।" আসন্ন মাসগুলোতে আমিরকে সিতারে জমিন পর-এ প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিতে জেনেলিয়াকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।