
ফের খবরে আমির খান। এবার কোনও ছবির কাজ নয়, বরং এক ভিন্ন কারণে খবরে এলেন আমির খান। রবিবার আচমকাই আমির খানের বাড়িতে ঢুঁ মারেন পঁচিশ জন আইপিএস অফিসারের টিম। এক বিলাসবহুল গাড়িতে করে বলিউড সুপারস্টারের বাড়িতে পুলিশ আধিকারিকদের ঢুকতে দেখা যায়। এই নিয়ে শুরু হয় কানাঘুষো। কেউ মন্তব্য করেন বড়সড় আইনি বিপাকে পড়েছেন অভিনেতা তো কেউ বলেন পরবর্তী ছবির জন্য কোনও বিশেষ জটিসটা হয়েছে। আবার কেউ বলেন মিস্টার পারফেরশনিস্ট এবার কোনও পুলিশি ড্রামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, মেঘালয়ের হানিমুন মার্ডার-র ঘটনাকে সিনেপর্দায় তুলে ধরতে চলেছেন তিনি।
রবিবার আমির খানের বাড়িতে এমন আইপিএস অফিসারদের ভিড় দেখে সকলের মনে প্রশ্ন জাগে। অবশেষে এই নিয়ে মুখ খোলে আমিরের টিম। আমিরের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, একটা আইপিএ দল আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই কারণে অভিনেচা তাঁদের বাড়িতে ডাকেন।
১৯৯৯ সালে আমির খান সরফরোশ ছবিতে আমলার চরিত্রে অভিনয় করেন। শুধু সাধারণ মানুষ নয়, আইপিএস শিক্ষানবিশদের মধ্যে জনপ্রিয়তা পায় আমির অভিনীত অজয় সিংহ রাঠোর চরিত্রটি। তারপর থেকে প্রতি বছর তিনি হবু আইপিএস অফিসাদের সঙ্গে দেখা করেন। দেশের নানান সমস্যা পর্যালোচনা করেন। এবার তেমনই করেন তাঁর বাড়িতে।
প্রসঙ্গত, সিতারে জমিন পর- ছবি নিয়ে খবরে আছেন ছবিতে। সদ্য এটি মুক্তি পেয়েছে। স্পেশাল চাইল্ডদের নিয়ে ছবিটি করেছেন অভিনেতা। যা মুহূর্তে দর্শকদের নজর কেড়েছে। ছবিটি সর্বত্র প্রশংসা কুড়িয়েছে। এদিকে তিনি বর্তমানে মহাভারত ছবি নিয়ে ব্যস্ত। মহাকাব্য সিনেপর্দায় তুলে ধরতে প্রস্তুতি চলছে। তিনি এবার পরিচালক-প্রযোজকের আসনে।
এদিকে আবার তৃতীয় বিয়ে করতে পারেন আমির বলে শোনা যাচ্ছে। নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁর বর্তমান প্রেমিকা বিনোদন জগতের থেকে দূরে থাকেন। এখন দেখার আমিরের এই সম্পর্ক কবে পরিণতি পায়।