‘সাইয়ারা’ দেখে কাঁদেননি বলে ৫ বছরের কারাদণ্ড! বং গাইয়ের ভিডিও ভাইরাল

Published : Jul 27, 2025, 04:09 PM ISTUpdated : Jul 27, 2025, 04:13 PM IST
Bong guy

সংক্ষিপ্ত

Saiyaara Film Effect: দেশের অনেক কমেডিয়ান ও ইউটিউবারদের মতো এবার জেলের পেছনে নাকি বাংলার জনপ্রিয় ইউটিউবার Bong Guy ওরফে কিরণ দত্ত। তিনি জেল থেকেই ভিডিও বার্তা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নেট পাড়ায়।

Saiyaara Film: এখন স্ট্যান্ডআপ কমেডিয়ান থেকে ইউটিউবার, সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে দেখা যাচ্ছে একের পর এক ভাইরাল ভিডিও এবং তা ঘিরে বিতর্ক। এই পরিস্থিতিতে বাংলা ইউটিউব দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ কিরণ দত্ত ওরফে Bong Guy-কে হঠাৎই দেখা গেল জেলখানার পোশাকে, হাত জোড় করে লজ্জিত মুখে। সময় রায়না, রণবীর এলাহাবাদিয়া থেকে কুণাল কামরা - এদের মতো জনপ্রিয় তারকাদের পর এবার কি তবে কিরণও জেলে?

ভাইরাল ভিডিও, গ্রেফতার ইউটিউবার!

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাদা-কালো স্ট্রাইপ কয়েদিদের পোশাক পরে, হাত জোড় করে কাঁচুমাচু মুখে কিরণকে (Bong Guy) বলতে শোনা যায়, ‘এই ভিডিওটা আমার বানানোর কোনও ইচ্ছা ছিল না। আমাকে রীতিমতো বাধ্য করাই হচ্ছে। কাল রাতে আমায় অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমি কী দোষ বা কী ভুল করলাম তা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আপনারাই বিচার করুন, এভাবে আমায় হেনস্থা করা হল।’ ভিডিওতে এমনবার্তা পেয়ে নেটিজেনরা রীতিমতো স্তম্ভিত। কী এমন হল যে, হঠাৎ গ্রেফতার করা হল জনপ্রিয় ইউটিউবারকে! ওই ভিডিওতেই তিনি জানান, যে তাঁর নাকি ৫ বছরের জেলও হবে! এরপরেই Bong Guy বলে ওঠেন, ‘আমার একটাই ভুল বলা হচ্ছে যে আমি ‘সাইয়ারা’ দেখে কাঁদিনি’। স্রেফ মজার ভিডিও বানানোর উদ্দেশ্যেই পোস্ট করা হয় ওই ভিডিও। মজার জন্যই বলা যে তাঁর জেল হয়েছে। আসল ঘটনা জানতে পেরে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

কোন পরিপ্রেক্ষিতে এমন ভিডিও?

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ মুভি নিয়ে বর্তমান তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এক অদ্ভুত উন্মাদনা। দেখা যাচ্ছে, কেউ সিনেমাহলে লুটিয়ে পড়ে কাঁদছে, কেউ আবার সিনেমা শেষের পর ঘন্টাখানেক কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন! সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি নিয়ে ‘জেন জি’র উন্মাদনা নিয়ে ট্রোল, মিম অব্যাহত। এই প্রেক্ষাপটেই Bong Guy তাঁর পরিচিত কৌতুকধর্মী স্টাইলে ট্রেন্ডের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ভিডিও হিসেবে এই ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?