শাহরুখ-সলমন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অভিজিৎ-র, জানালেন কেন সম্পর্ক হয়েছে তিক্ত

Published : Dec 22, 2024, 07:23 AM IST
abhijeet bhattacharya

সংক্ষিপ্ত

গায়ক অভিজিৎ ভট্টাচার্য সলমন ও শাহরুখ খান সম্পর্কে মন্তব্য করেছেন। সলমন খানকে 'দারুবাজ', 'ঠরকি' বলে কটাক্ষ করেছেন এবং শাহরুখের সাথে তাঁর সম্পর্ক 'স্বামী-স্ত্রীর' মতো বলে মন্তব্য করেছেন। 

গায়ক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। বিনোদন জগতে বেশ খ্যাতি তাঁর। এবার সেই বিনোদন জগতেরই দুই প্রখ্যাত তারকা সম্পর্কে মন্তব্য করলেন অভিজিৎ ভট্টাচার্য। সদ্য ভাইরাল হল তাঁর এক সাক্ষাৎকার। যেখানে অভিজিৎ ভট্টাচার্যকে সলমন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, সলমন খান এখনও সেই পর্যায়ে পড়েনই না, যাঁকে নিয়ে চর্চা করব। দয়া করে টপিক বদলান। তেমনই এরপর আসে শাহরুখের প্রসঙ্গ। শাহরুখ প্রসঙ্গে প্রশ্ন করলে অভিজিৎ ভট্টাচার্য বলেন, শাহরুখ খানের ক্লাস আলাদা। ফুটপাতে পথচারীদের ওপর সলমনের বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে সুপারস্টারকে দারুবাজ, ঠরকি বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, কেউ সলমনের সঙ্গে কাজ করতে চান না। সলমনই গিয়ে সকলের থেকে কাজ চাইতে থাকেন। তিনি বলেন, শাহরুখ ও আমার মধ্যে যে তিক্ততা আছে, সেটা কোনও ভুল বোঝাবুঝির কারণে নয়, সেটা পেশাগত কারণে। ওনার সম্পর্কে তারও কথা বলা যেতে পারে। ওঁর সঙ্গে আমার সম্পর্ক খানিকটা স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো। তাই প্যাচ আপ কেন করব না? আমরা ব সময়ই একে অপরের জন্য স্বামী-স্ত্রীর মতো তৈরি। অভিজিৎ আরও বলেন, তিনি এখন যদি কিং খানের সঙ্গে দেখা করেন, তাহলে হয়তো উনি অভিজিৎে তার জন্য গান না গাওয়ার কারণে তিরস্কার করবেন।

এদিকে সলমনকে নিয়ে ফের মন্তব্য করেন অভিজিৎ ভট্টাচার্য। চলতি বছরে জুড়বা -তে টন টনা টন গান গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেন গানটি তিনি গেয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন তিনি গোবিন্দার জন্য গানটি তৈরি করছেন। সলমনের জন্য সেটা তারা জানা ছিল না।

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত