তারকাদের ব্যক্তিগত জীবন থেকে পড়াশোনা সব নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই।
অধিকাংশ তারকারই অল্প বয়সে অভিনয় জগতে পা রাখে। সে কারণে মাঝ পথে ছেড়ে দিতে হয় পড়াশোনা।
আবার কেউ কাজের চাপে পড়াশোনায় (Education) ঠিক করে মন দিতে পারে না। সে কারণে খারাপ প্রভাব পড়ে পড়াশোনায়।
সদ্য নিজের পড়াশোনা নিয়ে মন্তব্য করেন বিগ বি (Amitabh Bachchan)। ভাইরাল হল একটি ভিডিও। যেখানে অকপট জানালেন অমিতাভ বচ্চন।
তিনি বলেন, গ্র্যাজুয়েশনে (Graduation) তাঁর বিজ্ঞান ছিল। যদিও তাঁর মতে বিজ্ঞান তাঁক নেওয়া উচিত হয়নি। তবে, যখন নেওয়া হয়েছিল তখন পরীক্ষা দিতেই হবে।
গ্র্যাজুয়েশনে মুখস্থ করে পরীক্ষা (Exam) দিয়ে পাশ করার চেষ্টা করেছিলেন বিগ বি। সেভাবেই পরীক্ষা দিচ্ছিলেন।
কিন্তু, ফিজিক্সে মুখস্থ করে তিনি পরীক্ষা দিতে যান। কিন্তু, পাশ করতে পারেননি।
অমিতাভ ফিজিক্সে ডাহা ফেল করেন। দ্বিতীয়বারের চেষ্টায় পাশ করেন।
এই ফেল করার কথা বলে তিনি হেসে ফেলেন। নিজের পড়াশোনার দিনের কথা জানান অভিনেতা।
বলিউডের সেরা অভিনেতা হলেও পড়াশোনার সময় বিপাকে পড়েন। গ্র্যাজুয়েশনে ডাহা ফেল করেন অভিনেতা।
Sayanita Chakraborty