গ্র্যাজুয়েশনে ডাহা ফেল করেছিলেন, কোন বিষয় জানেন? জানালেন খোদ অমিতাভ বচ্চন

Published : Apr 23, 2025, 01:16 PM IST

Amitabh Bachchan Education: অমিতাভ বচ্চন তাঁর পড়াশোনার দিনের গল্প শেয়ার করেছেন। গ্র্যাজুয়েশনে ফিজিক্সে ফেল করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। দ্বিতীয়বারের চেষ্টায় পাশ করেন।

PREV
110

তারকাদের ব্যক্তিগত জীবন থেকে পড়াশোনা সব নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই।

210

অধিকাংশ তারকারই অল্প বয়সে অভিনয় জগতে পা রাখে। সে কারণে মাঝ পথে ছেড়ে দিতে হয় পড়াশোনা।

310

আবার কেউ কাজের চাপে পড়াশোনায় (Education) ঠিক করে মন দিতে পারে না। সে কারণে খারাপ প্রভাব পড়ে পড়াশোনায়।

410

সদ্য নিজের পড়াশোনা নিয়ে মন্তব্য করেন বিগ বি (Amitabh Bachchan)। ভাইরাল হল একটি ভিডিও। যেখানে অকপট জানালেন অমিতাভ বচ্চন।

510

তিনি বলেন, গ্র্যাজুয়েশনে (Graduation) তাঁর বিজ্ঞান ছিল। যদিও তাঁর মতে বিজ্ঞান তাঁক নেওয়া উচিত হয়নি। তবে, যখন নেওয়া হয়েছিল তখন পরীক্ষা দিতেই হবে।

610

গ্র্যাজুয়েশনে মুখস্থ করে পরীক্ষা (Exam) দিয়ে পাশ করার চেষ্টা করেছিলেন বিগ বি। সেভাবেই পরীক্ষা দিচ্ছিলেন।

710

কিন্তু, ফিজিক্সে মুখস্থ করে তিনি পরীক্ষা দিতে যান। কিন্তু, পাশ করতে পারেননি।

810

অমিতাভ ফিজিক্সে ডাহা ফেল করেন। দ্বিতীয়বারের চেষ্টায় পাশ করেন।

910

এই ফেল করার কথা বলে তিনি হেসে ফেলেন। নিজের পড়াশোনার দিনের কথা জানান অভিনেতা।

1010

বলিউডের সেরা অভিনেতা হলেও পড়াশোনার সময় বিপাকে পড়েন। গ্র্যাজুয়েশনে ডাহা ফেল করেন অভিনেতা।

click me!

Recommended Stories