জব উই মেট থেকে মুন্নাভাই MBBS- দক্ষিণী ছবির রিকেম এই ৫টি বলিউড ছবি
বলিউডের বেশ কিছু হিট ছবির দক্ষিণী রিমেক তৈরি হয়েছে। কোনোটা বক্স অফিসে সাফল্য পেয়েছে, আবার কোনোটা ব্যর্থ হয়েছে। দেখে নেওয়া যাক, কোন কোন ছবি রিমেকেও হিট হয়েছে।

‘মুন্নাভাই এমবিবিএস’ এর রিমেক ‘শংকর দাদা এমবিবিএস’
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুন্নাভাই এমবিবিএস’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এর দক্ষিণী রিমেক ‘শংকর দাদা এমবিবিএস’ বক্স অফিসে হিট ছিল।
‘জব উই মেট’ এর রিমেক ‘কন্দেন কধলই’
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জব উই মেট’ ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল। এর তেলেগু রিমেক ‘কন্দেন কধলই’ তেমন সাফল্য পায়নি।
‘থ্রি ইডিয়টস’ এর রিমেক ‘নানবান’
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’ এর তামিল রিমেক ‘নানবান’ একটি হিট ছবি।
‘কাহানি’র রিমেক ‘আনামিকা’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’ ছবিটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এর তেলেগু রিমেক ‘আনামিকা’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।
‘পিঙ্ক’ এর রিমেক ‘নেড়কোন্ডা পারভাই’
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত নারীকেন্দ্রিক কোর্টরুম ড্রামা ‘পিঙ্ক’ এর তামিল-তেলেগু রিমেক ‘নেড়কোন্ডা পারভাই’ একটি হিট ছবি ছিল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

