
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবং তাঁর স্বামী আদিল দুরানির ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি। বছর চল্লিশের এই অভিনেত্রী ২০২২ সালে নিজের থেকে প্রায় ১০ বছরের ছোট আদিল দুরানির সঙ্গে নিকাহ সরেন। এতদিন গোপনেই ছিল এই জুটির বিয়ের খবর। নতুন বছরের জানুয়ারি মাসে বিয়ের খবর মিডিয়ার সামনে স্বীকার করেন দুজনে। কিন্তু, হঠাৎ করেই তাঁদের মধ্যে শুরু হয় জোরালো দাম্পত্য কলহ।
কলহ এতটাই চরমে ওঠে যে ৭ ফেব্রুয়ারি থানা পর্যন্ত পৌঁছে যান বলি অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে পরকীয়া, মারধর, চুরি সহ একাধিক বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন রাখি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই আদিলকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনার পর ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে অভিনেত্রী রাখি সাওয়ান্ত প্রকাশ করেছেন যে মুম্বই পুলিশ গ্রেফতার করার পর তাঁর বিচ্ছিন্ন স্বামী আদিল খান দুররানি তাঁকে তাঁদের বৈবাহিক সম্পর্ক আবার জুড়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। বর্তমানে নিজের মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে দেখা যায় রাখিকে। তাঁর ভাই শ্রাদ্ধশান্তির সমস্ত রীতিরেওয়াজ পালন করছেন বলে জানা গেছে।
ফের রাজ্যপাল বনাম রাজ্য-বিজেপির দ্বন্দ্ব চরমে, 'ধিক্কার' স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
১০০ দিনের কাজে আর কেন্দ্রের ওপর নির্ভরতা নয়, বিকল্প স্কিম নিয়ে আসার পরিকল্পনা করছে রাজ্য
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।