বর্তমানে রশ্মিকা মন্দানার হাতে ছয়টি সিনেমা রয়েছে, পুষ্পা 2 (Pushpa 2) নিয়ে আশা তুঙ্গে। এছাড়াও রেনবো, দ্য গার্লফ্রেন্ড, চাওয়া, সিকান্দার, কুবেরা সিনেমায় রশ্মিকা নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। রশ্মিকা ফোর্বস ইন্ডিয়া আন্ডার 30 তালিকায় স্থান পেয়েছিলেন। বর্তমানে অভিমানীরা রশ্মিকার সিনেমার জন্য অপেক্ষা করছেন।