বলিউডের সবচেয়ে বেশি বেতন পান কোন সেলিব্রিটি বডিগার্ড? দেখে নিন এক ঝলকে
বলিউড স্টার মানেই কোটি কোটি টাকা আয়। কিন্তু জানেন কি, তাদের সুরক্ষার দায়িত্বে থাকা বডিগার্ডরা কত টাকা বেতন পান? এই প্রতিবেদনে দেখে নিন বলিউডের সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ জন সেলিব্রিটি বডিগার্ডদের নাম।
আলিয়া ভাট : আলিয়া ভাটের (Alia Bhatt) বডিগার্ডের নাম সুনীল তালেকার। তাঁর বার্ষিক আয় ৫০ লক্ষ রুপি। ছোটবেলা থেকেই তিনি আলিয়া ভাটের পরিবারের বডিগার্ড হিসেবে কাজ করছেন।
210
দীপিকা পাড়ুকোন : বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বডিগার্ড জালালুদ্দিন শেখ। তিনি বছরে ৮০ লক্ষ রুপি আয় করেন।
310
শ্রদ্ধা কাপুর : 'স্ত্রী ২'-এর সাফল্যে উজ্জ্বল শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) বডিগার্ড অতুল কাম্বলে। তাঁর বার্ষিক আয় ৯৫ লক্ষ রুপি।
410
ক্যাটরিনা কাইফ : অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বডিগার্ড দীপক সিং। তিনি বছরে প্রায় ১ কোটি রুপি আয় করেন।
510
অনুষ্কা শর্মা : বর্তমানে দুই সন্তানের মা অনুষ্কা শর্মা (Anushka Sharma) সিনেমা থেকে দূরে থাকলেও, তাঁর বডিগার্ড প্রকাশ সিং বছরে ১.২ কোটি রুপি আয় করেন।
610
অক্ষয় কুমার : বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) তাঁর বডিগার্ড শ্রেয়স তেলেকে বছরে ১.২ কোটি রুপি বেতন দেন।
710
অমিতাভ বচ্চন : বিগ বি নামে খ্যাত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বডিগার্ড জিতেন্দ্র শিন্ডে। তাঁর বার্ষিক আয় ১.৫ কোটি রুপি।
810
আমির খান : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Aamir Khan) বডিগার্ড যুবরাজ ঘোরপাড়ের বার্ষিক আয় ২ কোটি রুপি।
910
সালমান খান : সালমান খানের (Salman Khan) বডিগার্ডের নাম শেরা। তিনিও বেশ জনপ্রিয়। সালমান খানের কাছে অনেক বছর ধরে কাজ করছেন তিনি। তাঁর বার্ষিক আয় ২ কোটি রুপি।
1010
শাহরুখ খান : বলিউডের সবচেয়ে বেশি বেতন পাওয়া বডিগার্ড হলেন কিং খানের (Shah Rukh Khan) বডিগার্ড রবি সিং। তাঁর বার্ষিক আয় ২.৭ কোটি রুপি।