Sushmita Sen Heart Attack: হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি-আপাতত ভালো আছেন অভিনেত্রী

Published : Mar 02, 2023, 05:18 PM ISTUpdated : Mar 02, 2023, 05:53 PM IST
Sushmita Sen Heart Attack

সংক্ষিপ্ত

চমকে দেওয়া খবর দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর যে খবর শোনার পর থেকে সকলের কাছে যেন তা অবিশ্বাস্য লাগছে। কারণ, সুস্মিতা সেন যে খবর নিজের মুখে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তা শুনে হতবাক সকলে।

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রবলভাবে চমকে দেওয়া এই খবর প্রকাশ্যে আনলেন সুস্মিতা সেন। প্রাক্তন বিশ্বসুন্দরীর এমন খবরে ভক্তদের চোখ কপালে। এই মুহূর্তে ৪৭ বছর বয়স সুস্মিতার সেনের। ইনস্টাগ্রামে করা এই পোস্টে তিনি জানিয়েছেন যে সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অ্যাঞ্জিপ্লাস্টি করতে হয় তাঁকে। বর্তমানে তাঁর হৃদযন্ত্রে স্টেন স্থাপন করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সুস্মিতা সেন চট করে অতি ব্যক্তিগত জিনিসকে প্রকাশ্যে আনতে চান না। ফলে তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরটাও বাইরের দুনিয়ায় এসে পৌছায়নি বলে মনে করা হচ্ছে। ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন সুস্মিতা। সেখানে তিনি লিখেছেন, 'আপনার হৃদয়কে প্রাণপ্রাচুর্য ও খুশিতে ভরিয়ে রাখুন। আর এটাই আপনার সঙ্গে সবসময় থাকবে যখন আপনার তাকে খুব দরকার হবে।' এরপর 'সোনা' সম্বোধনও রেখেছেন সুস্মিতা সেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়- 'যখন আপনার তাকে খুব দরকার হবে সোনা' 

এরপর-ই এই পোস্টে তাঁর নিজের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন সুস্মিতা সেন। তিনি লিখছেন-'কিছুদিন আগেই আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে- স্টেনও বসাতে হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমার কার্ডিওলজিস্টও জানিয়েছে যে আমার হৃদয়টা নাকি খুব বড়। অসংখ্য মানুষ যেভাবে সময়পোযোগী সহায়তা করেছেন তাতে তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ।- এটা নিয়ে আরও একটা পোস্ট করব। এই পোস্টটা (আমার শুভাকাঙ্খি এবং ভালোবাসার জনদের) শুধুমাত্র ভালো খবরটা দেওয়ার জন্য- যে সব ঠিক আছে এবং আমি তৈরি জীবনটাকে আরও কিছুদিন উপভোগ করার জন্য।'

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত