এবার আত্মা প্রবেশ করবে রুহবাবার শরীরে, আসতে চলেছে ভুল ভুলইয়া ৩, ঘোষণা কার্তিকের

ফের সুখবর শুনলেন কার্তিক ভক্তরা। সদ্য নিজের নতুন ছবির কথা ঘোষণা করলেন নায়ক। ভক্তদের বললেন, ২০২৪ সালের দিওয়ালি-র দিন ফাঁকা রাখতে। কারণ তিনি আসতে চলেছেন মাল্টি প্লেক্সে।

বলিপাড়ায় চলছে প্রেমের মরশুম। পরের পর সাত পাকে বাঁধা পড়ল একাধিক স্টার। আবার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মাঝে কার্তিক বললেন, ‘আমি যে তোমার, শুধু যে তোমার...।’ না কোনও প্রেম নয়। এই বার্তা ভক্তদের জন্য। ফের সুখবর শুনলেন কার্তিক ভক্তরা। সদ্য নিজের নতুন ছবির কথা ঘোষণা করলেন নায়ক। ভক্তদের বললেন, ২০২৪ সালের দিওয়ালি-র দিন ফাঁকা রাখতে। কারণ তিনি আসতে চলেছেন মাল্টি প্লেক্সে।

নিশ্চয়ই ভাবছেন এ আবার নতুন কি। বলিস্টাররা তো প্রায়শই এভাবে তাদের নতুন ছবির কথা ঘোষণা করে থাকেন। তবে, এবারের ছবিটি বাকি সব ছবির থেকে ভিন্ন। কারণ আসতে চলেছে ভুল ভুলইয়া ছবির সিক্যোয়েল। সম্প্রতি এমনই জানালেন কার্তিক।

Latest Videos

সদ্য প্রকাশ্যে এসেছে একটি টিজার। যেখানে দেখা দেখা যাচ্ছে সেই বন্ধ দরজা। ভুল ভুলইয়া ২ ছবিতে যে ঘরে বন্ধ করা হয়েছিল মঞ্জুলিকাকে। সেই ঘরের দরজা ফের দেখা যাচ্ছে। আর কার্তির বলছেন, কী ভাবেছিলেন? গল্প ফুরিয়ে গিয়েছে? দরজা তো খোলার জন্যই বন্ধ হয়। এরপর মঞ্জুলিকার ঘরের আরও ভিতর প্রবেশ করে ক্যামেরা। শোনা যায় নূপুরের শব্দ। রুহ বাবার বেসে বসে আছেন কার্তিক। বললেন, আমি এখন আত্মাদের সঙ্গে শুধু কথা বলি না। কখনও কখনও আত্মারা আমার মধ্যে প্রবেশ করে। এর সঙ্গে সঙ্গে শোনা গেল টাইটেল ট্রাক।

এখাবেই ভুল ভুলইয়া ৩-র কথা ঘোষণা করলেন কার্তিক। ২০ মেন মুক্তি পেয়েছিল ভুল ভুলইয়া ২। ছবিটি যে দর্শকদের মন কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ভুল ভুলইয়া ২ এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ভুল ভুলইয়া ৩ -র কথা ঘোষণা করল ভুল ভুলইয়া টিম। ফের কার্তিক আরিয়ান ফিরছেন চেনা লুকে। অফিসিয়ালি হয়েছে ভুল ভুলইয়া ৩ ছবির গোষণা। এই ঘোষাণা করেছেন স্বয়ং রুহু বাবা।

এদিকে কেরিয়ারে তেমন ভালো সময় চলছে না কার্তিকের। শেহজাদা তেমন স্থান পায়নি দর্শক মনে। পর্দায় তা সেভাবে ব্যবসা করতে পারেনি। এখন পর্যন্ত এই ছবি ৫০ কোটি টাকায় আয় করতে পারেনি। তাই ভুল ভুলইয়া ৩ ছবিটি তাঁর কেরিয়ারে আনতে পারে নতুন মোড়। এর আগেই এই ভুল ভুলইয়া ২-তে কার্তিকের অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই আবার তিনি দর্শক মনে আনন্দ দেবেন এমনই আশা সর্বস্তরের।

 

আরও পড়ুন

পরনে নেই অন্তর্বাস, পায়ে প্লাস্টিক জড়িয়ে বুকচেরা পোশাকে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড উরফি

'সেরার সেরা'-র মুকুট ছিনিয়ে নিলেও নম্বর কমল অনেকটাই, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নিম ফুলের মধু

প্রকাশ্যেই অশালীন মন্তব্য সায়ন্তিকাকে, নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিলেন টলি অভিনেত্রী

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari