লাল শাড়িতে নজর কাড়লেন তৃপ্তি, নেট দুনিয়ায় ঝড় তুলল তাঁর বোল্ড লুক

Published : Oct 29, 2024, 01:54 PM IST

বলিউডের হট সুন্দরী তৃপ্তি দিমরি, ওয়েস্টার্ন পোশাক ছেড়ে এবার শাড়িতে সেজেছেন। তাঁর এই নতুন লুকে মুগ্ধ ভক্তরা। 

PREV
17

অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তৃপ্তি দিমরি। এরপর একাধিক সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। 
 

27

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। ভক্তরা তাঁকে 'বাবলি ২' বলেও ডাকেন। নতুন ফটোশুটে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। 
 

37

প্রায়শই ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়তৃপ্তি দিমরিকে। এবার লাল শাড়িতে তাঁর সিম্পল লুকে মুগ্ধ ভক্তরা। 
 

47

লাল স্লিভলেস ব্লাউজ, লাল ট্রান্সপারেন্ট শাড়ি, সিম্পল গয়না - সব মিলিয়ে ত্রিপ্তিকে অপূর্ব লাগছে। 
 

57

গাঢ় লাল লিপস্টিক, আলো-আঁধারির খেলায় তোলা ছবিতে তৃপ্তি দিমরির রূপে মুগ্ধ ভক্তরা। 
 

67

শাড়িতে তৃপ্তি দিমরির ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন নাকি? 
 

77

এ বছর তৃপ্তি দিমরি 'ব্যাড নিউজ' এবং 'ভিকি বিদ্যা কা ভিডিও' মুক্তি পেয়েছে। 'ভুল ভুলাইয়া ৩' এবং 'ধড়ক ২'-এ অভিনয় করছেন তিনি। 
 

click me!

Recommended Stories