সোনাক্ষী থেকে হিনা- পার্টিতে নজর কাড়লেন সকলে, প্রকাশ্যে একতা কাপুরের দিওয়ালি পার্টির ছবি

সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানী, সোনালী বেন্দ্রে সহ অন্যান্য বলিউড তারকারা একতা কাপুরের দীপাবলি উৎসবে মাতিয়েছেন।

Sayanita Chakraborty | Published : Oct 28, 2024 11:59 AM IST
110

নবদম্পতি সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানী একতা কাপুরের দীপাবলি পার্টিতে। সুজান খান এসেছিলেন প্রেমিক আলি গোনির সাথে।

210

সাদা আনারকলিতে সোনাক্ষী সিনহা, স্বামী জহির ইকবালের সাথে।

310

কালো থাই-হাই স্লিট ওয়ান-শোল্ডার পোশাকে অঙ্কিতা লোখান্ডে।

410

হাতির দাঁতের রঙের লেহেঙ্গায় 'কোমোলিকা' খ্যাত উর্বশী ঢোলাকিয়া।

510

রঙিন প্রিন্টেড কুর্তা, ধুতি প্যান্ট এবং দোপাট্টায় সোনালী বেন্দ্রে।

610

জমকালো আনারকলি কুর্তায় হিনা খান।

710

নীল রঙের শাড়িতে রাকুল প্রীত সিং এবং নেভি ব্লু কুর্তা-পাজামায় জ্যাকি ভাগনানী।

810

গাঢ় সবুজ পোশাকে একতা কাপুর।

910

গোলাপি ও সোনালী লেহেঙ্গায় সুজান খান, কালো ও সোনালী পোশাকে আলি গোনি।

1010

সাদা কুর্তা-পাজামা এবং বেইজ নেহেরু জ্যাকেটে বিক্রান্ত ম্যাসি।

Share this Photo Gallery
click me!

Latest Videos