এ দিন সুনীল বলেছেন, “আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি শ্বশুরমশাই হয়ে গিয়েছি। সুন্দরভাবেই বিয়ের কাজ মিটেছে। পরিবারের নিকট আত্মীয়দের নিয়ে ছোট্ট আয়োজন করেছিলাম আমরা। আমি শ্বশুর না হয়ে ওদের সকলের বাবা হয়েই থাকতে চাই। সেই দায়িত্বটা পালন করতেই আমার বেশি ভাল লাগে।”