শাহরুখ খানখুনের হুমকি পেলেন রায়পুর থেকে। ফইজান নামে এক ব্যক্তির থেকে হুমকি ফোন আসার পর মুম্বই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে আবার সলমন খানও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন।
সলমন খানের পর নিশানায় এবার শাহরুখ খান। রায়পুর থেকে হুমকি বার্তা পেলেন অভিনেতা।
210
জানা গিয়েছে, ফইজান নামে এক ব্যক্তির থেকে এই হুমকি ফোন আসে। ঘটনার পর মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে।
310
ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগঢ়ে পৌঁছে গিয়েছে।
410
এদিকে বারে বারে প্রাণ নাশের হুমকি পাচ্ছেন ভাইজান। যা নিয়ে তিনি আছেন খবরে। প্রায় রক্ষার্থে নিজের নিরাপত্তা রক্ষ্মীর সংখ্যা বাড়িয়েছেন।
510
১২ অক্টোবর সলমনের ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে চিন্তায় ভাইজান।
610
এবার সলমনের পর হুমকি পেলেন শাহরুখ খান। ২ নভেম্বর ছিল বাদশার জন্মদিন। প্রতি বছর এই দিন মন্নতের ছাদে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি।
710
কিন্তু, এবছর তাঁকে দেখা যায়নি। বরং এবছর নিরাপত্তা বেশিই দেখা গিয়েছিল মন্নতে। বাড়ির সামনে ভিড় জমতে দেওয়া হয়নি।
810
এর আগে ২০২৩ সালেও খুনের হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। পাঠান ও জওয়ান ছবির সাফল্যের পর।
910
এবার ফের হুমকি পেলেন তিনি। রায়পুর থেকে হুমকি বার্তা পেলেন অভিনেতা। ফইজান নামে এক ব্যক্তির থেকে এই হুমকি ফোন আসে।
1010
সে যাই হোক, আপাতত ঘটনার তদন্ত করছেন মুম্বই পুলিশ। কেন বাদশাকে খুনের হুমকি দেওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে।