ইন্ডিয়ান আইডল থেকে ফের বাদ গেল আরেক বাঙালি, জেনে নিন জায়গা পাকা করলেন কে কে

ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এর সেমিফাইনালে করণ জোহরের উপস্থিতিতে বাদ পড়লেন দুই প্রতিযোগী। এদের মধ্যে ছিলেন বাঙালি প্রতিযোগী মিশমি বসু। টপ ৬-এ কারা জায়গা পেলেন, তা জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

প্রায় শেষের পথে ইন্ডিয়ান আইডল সিজ ১৫। সম্প্রতি সম্প্রচারিত হয়ে গেলে শো-র সেমি ফাইনাল। সেখানে হাজির ছিলের করণ জোহর। আর এই পর্ব থেকেই বাদ পড়লেন দুজন। টপ ৬-এ জেনে নিন কে কে স্থান পেলেন।

এদিন বিচারকদের নম্বরের বিচারে বটম থ্রি-তে পৌঁছন রাগিণী শিন্ডে, অনিরুদ্ধ এবং মিশমি বসু। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে ভোটের নিরিখে টপ ৮ থেকে বাদ পড়েন ২ জন। আর এই দুজন হলেন রাগিণী শিন্ডে এবং অসমের মেয়ে মিশমি বসু।

Latest Videos

টপ ৮ -এ ছিলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, মিশমি বসু, চৈতন্য দেবাদে, রাগিণী শিন্ডে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা এবং প্রিয়াংশু দত্ত। এদের মধ্যে বাংলা থেকে গিয়েছিলেন ৩ জন।

এদিন বাদশা জানিয়েছেন, রাগিণী শিন্ডে ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে বাদ পড়লেও তিনি তাঁর সঙ্গে একটি গান রেকর্ড করতে চলেছেন। এর আগে ইন্ডিয়ান আইডলে থাকাকালীনই প্লেব্যাকের সুযোগ পেয়েছেন মানসী। এবার সেই সুযোগ পেলেন রাগিণীও।

এদিকে আবার রিয়েলিটি শো নিয়ে উঠেছে এক বিশেষ প্রশ্ন। বর্তমানে এমন ধরনের শো-র জনপ্রিয়তা ক্রমে বেড়ে চলেছে। ইন্ডিয়ান আইডল-র জনপ্রিয়তার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সদ্য হোলি অনুষ্ঠানের বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যায় হেমা মালিনীকে। তার হাতে ছিল স্ক্রিপ্ট। এরপরই সকলে প্রশ্ন করেন যে, রিয়েলিটি শো কি স্ক্রিপ্টেড?

এই নিয়ে প্রযোজক রঞ্জিত ঠাকুর এক সংবাদমাধ্যমকে জানান, প্রতিযোগীর পরিচিতি এবং কোনও বিশেষ কাজ সাধারণ স্ক্রিপ্ট করা হয় এবং বিচারক এবং সঞ্চালকের সঙ্গে শেয়ার করা হয়। এটি করা হয় যাতে, পর্বের প্রবাহ বজায় রাখা যায়। এছাড়া আর কিছুই লেখা থাকে না। এভাবে সকলের মনে থাকা প্রশ্নের উত্তর দেন প্রযোজক। এদিকে বর্তমানে ইন্ডিয়ান আইডল থেকে ফের বাদ আরেক বাঙালি গায়ক। যে তথ্য উঠে এসেছে খবরের শিরোনামে। 

 

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী