হট অ্যান্ড বোল্ড লুকে উরফি, পোশাকের স্টাইল বুঝতে গিয়ে ভিরমি খেলে দর্শকেরা

Published : Nov 25, 2023, 01:56 PM ISTUpdated : Nov 25, 2023, 01:59 PM IST
urfi

সংক্ষিপ্ত

এমন সব অদ্ভুক পোশাক পরেন যা পরার কথা কেউ কোনও দিন কল্পনাও করতে পারেন না। সব সময়ই হট অ্যান্ড বোল্ড লুকে হাজির হন উরফি।

ফের খবরে উরফি জাভেদ। এক অদ্ভুত পোশাকে নজর কাড়লেন তিনি। যদিও নিজের স্টাইল স্টেইটমেন্টের কারণেই সব সময় খবরে আসেন উরফি। বিশেষ করে খোলামেলা পোশাকের কারণে নজরে আসেন তিনি। তিনি এমন সব অদ্ভুক পোশাক পরেন যা পরার কথা কেউ কোনও দিন কল্পনাও করতে পারেন না। সব সময়ই হট অ্যান্ড বোল্ড লুকে হাজির হন উরফি। এবারও হল না তার অন্যথা।

সদ্য সবুজ রঙের পোশাকে হাজির হলেন উরফি জাভেদ। সবুজ রঙের এই পোশাকের স্টাইল বুঝতে গিয়ে এক প্রকার ভিড়মি খেলেন দর্শকেরা। ভিতরে পরেছিলেন স্কিন কালারের কাপড়। এমন রঙের কাপড় দিয়ে ঢাকা তার বক্ষ। নীচের অংশেও ছিল এমন কাপড়। তারপর সবুজ রঙের কাপড় দিয়ে এক ধার দিয়ে আটকানো। এমন পোশাকে যে তাঁকে হট লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। তেমনই পোশাকের ভিতর দিয়ে দেখা যাচ্ছিল শরীরের অধীকাংশ অংশ। যদিও বরাবর এমন খোলামেলা পোশাকে হাজির হন উরফি। এবার হল এমনটাই।

একদিকে কদিন আগে গ্রেফতার হয়েছিলেন উরফি জাভেদ। একদিন একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় জিন্স ও লাল খোলা পোশাকে দেখা গেল উরফিকে। আর এই খোলা পোশাকের কারণে পুলিশ গ্রেফতার করল উরফিকে। এমন ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। তারপর জানা যায় আসল তথ্য। এই ভিডিওটি পুরোটাই ছিল স্ক্রিপ্টেড। কারণ, তার কয় ঘন্টার মধ্যে ফের একটি ভিডিও প্রকাশ করেন উরফি। যেখানে জেলের মধ্যে ফোটোশ্যুট করতে দেখা যাচ্ছিল তাঁকে। পরনে ছিল ফের সেই সকল খোলামেলা অদ্ভুত পোশাক। সব মিলিয়ে প্রায়শই এমন অজব কর্মকান্ড করে খবরে আসেন উরফি জাভেদ। এবারও হল না তার অন্যথা। এবার এমন পোশাক পরলেন যার স্টাইল বোঝা দায় হয়েছে সকলের জন্য।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

নীল বিকিনিতে ফের বিস্ফোরক সারা আলি খান, রইল সইফ কন্যার এমন একাধিক লাস্যময়ী বিকিনি লুকের ছবি

ফের ইন্দ্রপতন বলিউডে, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে