সংক্ষিপ্ত

সত্তরের দশকে নাগিন, দানি দুশমন-র মতো ফ্যান্টাসি ফিকশন সুপারহিট ছবির পরিচালক রাজকুমার কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

শুক্রবার মুম্বইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক রাজকুমার কোহলি। সত্তরের দশকে নাগিন, দানি দুশমন-র মতো ফ্যান্টাসি ফিকশন সুপারহিট ছবির পরিচালক রাজকুমার কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

শুক্রবার সকালে ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পরিচালক রাজকুমার কোহলি। সন্ধ্যার পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৩০ সালে জন্মগ্রহণ করে পরিচালক রাজকুমার কোহলি। ১৯৬৩ সালে মুক্তি পায় স্বপ্নী। ১৯৬৬ সালে পঞ্জাবি চলচ্চিত্র দুল্লা ভাট্টি পরিচালনা করেন ষাটের দশকে। এই সময় চলচ্চিত্র জগতে তিনি পা রাখেন। পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

তিনি ১৯৭০ লুটেরা এবং ১৯৭৩ সালে কাহানি হাম সব কি-র মতো ছবিতে সাফল্য অর্জন করেন। ১৯৭৬ সালে মুক্তি পায় নাগিন। এই ছবি ব্যাপক হিট করে। ১৯৮৩ সালে নৌকার বিবি কা এবং ১৯৮৮ সালে ইনতেকাম ছবিতে অভিনয় করেন রাজকুমার কোহলি। নব্বইয়ের দশকের চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে সরে যান। তারপর একটি মাত্র ছবি পরিচালনা করেন। তাঁর পরিচালিত শেষ ছবি জানি দুশমন এক অনোখি কাহানি।

রাজকুমার কোহলি একজন পঞ্জাবি অভিনেত্রীকে বিয়ে করেন। যার সঙ্গে তিনি ১৯৬৩ সালে তাঁর পাঞ্জাবি চলচ্চিত্র পিন্ড দি কুডি-তে কাদ করেন। তাঁর দুই ছেলে। আরমান ও গোগি। তাঁর ছোট ছেলে একজন অভিনেতা। যাকে তিনি তাঁর শেষ চলচ্চিত্র জানি দুশমনে পরিচালনা করেছিলেন। ২০০২ সালে মুক্তি পায় সেই ছবি।

এবার হঠাৎ করে শুক্রবার প্রয়াত হলেন পরিচালক রাজকুমার কোহলি। ইন্দ্রপতন ঘটন বলিউডে। হৃদরোগে প্রয়াত হলেন পরিচালক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমস্ত বলি তারকা। এমন আকষ্মিক প্রয়াণে হতবাক সকলে। দুঃখ প্রকাশ করেন সকল তারকা। পরিচালকের শেষকৃত্যে উপস্থিত হন অনকে। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Rituparna Sengupta: স্লিভলেস ঘাগরা চোলিতে আগুন ধরালেন ঋতুপর্ণা, দেখুন ভিডিও 

নানান চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আজ সাফল্যের দোড়গোড়ায়, মাস্টারশেফ ইন্ডিয়ার সুরজ থাপার মুখোমুখি এশিয়ানেট নিউজ