আবার বিতর্কে শাহরুখ খানের 'পাঠান', বিহারের AIMIM বিধায়ক টার্গেট করলেন বিজেপিকে

Published : Jan 08, 2023, 01:01 AM IST
pathan

সংক্ষিপ্ত

আবারও বিতর্কে শাহরুখ - দীপিকার পাঠান ছবি। এবার সমালোচনা করলেন বিহারের একমাত্র AIMIM বিধায়ক আখতারুল ইমান। তবে তিনি ছবিটির নয় এই ছবিটির মাধ্যমে বিজেপিকে নিশানা করতে চেয়েছিলেন

আবারও বিতর্কে শাহরুখ - দীপিকার পাঠান ছবি। এবার সমালোচনা করলেন বিহারের একমাত্র AIMIM বিধায়ক আখতারুল ইমান। তবে তিনি ছবিটির নয় এই ছবিটির মাধ্যমে বিজেপিকে নিশানা করতে চেয়েছিলেন। তিনি বলেছেন,পাঠান এই ছবি নিয়ে বিজেপির কোনও আপত্তি নেই। বিজেপির মূল আপত্তি রয়েছে ছবির অভিনেতাকে নিয়ে। তিনি বলেন, 'কোথায় বিয়ে করছে তা নিয়ে আপত্তি নেই, কেবল তার নাম নিয়ে আপত্তি রয়েছে।'

AIMIM বিধায়কের কথায় তিনি কোথায় বিয়ে করেছেন তা নিয়ে বিজেপির কোনও সমস্যা নেই, তবে পাঠানের নাম নিয়ে সমস্যা রয়েছে। প্রথমে আপনার জামাই শাহরুখ খানকে খুঁজে বের করা উচিত। এই দেশে বিজেপি এবং তার চরমপন্থী সম্প্রদায় গোটা বিষয়টি নিয়ে রাজনীতি করছে। তারা শুধুমাত্র ঘৃণার রাজনীতি করছে। তিনি আরও বলেছিলেন যে বিজেপি সর্বদা সমাজে ফাটল সৃষ্টির জন্য এই জাতীয় বিষয়গুলি সন্ধান করে। তিনি আরও বলেন বিজেপির অভিধান থেরে টিকা,টোপি, গরু, ছাগল আর পাকিস্তান মুছে দেওয়া হয় তাহলে গোটা দলটি হতাশ হয়ে পড়বে। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান' গান 'বেশারম রং' প্রকাশের পর থেকেই এই বিতর্ক দাবা বাঁধছে ছবিটি নিয়ে।

অনেকে এই ছবিটি বয়কট করা ডাক দিয়েছে। তাদের অভিযোগ দীপিকা বেশরম রং -এ যে কমলা রঙের পোশাক পরেছেন তা হিন্দু ধর্মের পবিত্র রং গেরুয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সম্প্রতি, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) অংশ বজরং দলের সদস্যরা ছবিটির প্রচারের সময় আহমেদাবাদের বস্ত্রাপুরের আলফা ওয়ান মলে হট্টগোল তৈরি করে। বজরং দলের সদস্যরা তাদের প্রতিবাদের সময় শাহরুখ খান এবং তার সহ-অভিনেতাদের ছবি ছিঁড়ে ফেলে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, 'পাঠান' ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

'পাঠান' ছবির গান নিয়ে তীব্র আপত্তি জানালেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বুধবার ই পাঠান ছবির একটি গান রিলিজ হয়েছে। তারপরই অভিনেত্রী দীপিকা পড়ুকন ও অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধ তোপ দেগেছেন মন্ত্রী। তিনি দীপিকা ও শাহরুখের পোশাকের রং নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। পাশাপাশি দীপিকার ড্রেস নিয়ো কটাক্ষ করেছেন। গানটি বদলে ফেলার আহ্বন জানিয়েছেন। আর তা নাহলে ছবিটি মধ্য প্রদেশের রিলিজ করতে দেবেন না বলেও হুমকি দিয়েছেন নরোত্তম মিশ্র।

নরোত্তম মিশ্র বলেন, 'অভিনেতা ও অভিনেত্রী সবুজ ও গেরুয়া রঙের পোশাক পরেছেন গানে। আমি মনে করি এজাতীয় রংগুলি অবিলম্বে বাদ দেওয়া উচিৎ। গানের কথা ও ছবির শিরোনামও সংশোধন করা উচিৎ।' আগামী মাসেই পাঠান রিলিজ করবে। ইন্দোরে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, 'আমি মনে করি বেশরম গানটির শিরোনামও আপত্তিকর। '

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?