'একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম'- মোদীর সামনে ভাষণ দিতেই প্রশংসা ঐশ্বর্যের, ভাইরাল ভিডিও

Published : Nov 20, 2025, 02:16 PM IST
Aishwarya Rai

সংক্ষিপ্ত

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পুত্তপর্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে তিনি মানবতার জাতি ও ভালোবাসার ধর্ম নিয়ে এক ভাষণ দেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

বলিউডের অন্যতম সুন্দরী তারকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন। বিগত কয়েক বছর ধরে বি-টাউনে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী এখন খুব বেছে বেছে ছবি করছেন। মণি রত্নম পরিচালিত 'পোন্নিয়িন সেলভান' ছিল ঐশ্বর্যর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। সিনেমায় তেমন সক্রিয় না থাকলেও, ফ্যাশন ইভেন্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বর্যকে দেখা যায়। সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে ঐশ্বর্যর দেওয়া ভাষণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অন্ধ্রপ্রদেশের পুত্তপর্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বর্য রাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শচীন টেন্ডুলকার সহ অনেক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐশ্বর্য বলেন, "এখানে একটাই জাতি আছে, মানবতার জাতি। এখানে একটাই ধর্ম আছে, ভালোবাসার ধর্ম। এখানে একটাই ভাষা আছে, হৃদয়ের ভাষা। আর এখানে একটাই ঈশ্বর আছেন, তিনি সর্বব্যাপী।"

ঐশ্বর্যর এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন ঐশ্বর্য, এমন একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। পাশাপাশি মোদীকে ধন্যবাদও জানিয়েছেন ঐশ্বর্য রাই।

 

কল্কির ঐতিহাসিক উপন্যাসের উপর ভিত্তি করে মণি রত্নমের পরিচালনায় তৈরি একটি বিশাল বাজেটের ছবি হলো দুই পর্বের 'পোন্নিয়িন সেলভান'। দশম শতাব্দীতে চোল সম্রাটের সিংহাসন নিয়ে সংকট, বিপদ এবং সেনাবাহিনী, শত্রু ও বিশ্বাসঘাতকদের মধ্যে লড়াইয়ের গল্প বলে 'পোন্নিয়িন সেলভান'। ঐশ্বর্য রাই ছাড়াও বিক্রম, তৃষা, জয়ম রবি, কার্তি, রহমান, প্রভু, শরৎ কুমার, জয়রাম, ঐশ্বর্য লক্ষ্মী, প্রকাশ রাজ, লাল, বিক্রম প্রভু, পার্থিবন, বাবু অ্যান্টনি, শোভিতা ধুলিপালা সহ একঝাঁক তারকা এই ছবিতে অভিনয় করেছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা