অয়ন মুখার্জীর বাড়ি তারকাদের ভিড়, অন্তঃসত্ত্বা কিয়ারাকে দেখে সবাই অবাক
হোলির দিনে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের প্রয়াণ হয়। সেই কারণে তার বাড়িতে সেলেবদের আনাগোনা লেগে রয়েছে। অয়নের বাড়িতে করণ জোহর, অজয় দেবগন এবং কাজল এসেছেন। কিয়ারা আডবানিও এসেছিলেন, তবে সবার নজর ছিল তার দিকেই।