মেট গালায় অপরূপা আলিয়া! হৃদয় হরণ করা এই শাড়ি তৈরিতে কত ঘণ্টা সময় লেগেছে জানেন?

মেট গালায় অপরূপা আলিয়া! সবস্যাচির পোশাকে হৃদয় হরণ করলেন অভিনেত্রী, এই পোশাক তৈরিতে মোট কত ঘণ্টা লেগেছে জানেন?

Anulekha Kar | Published : May 7, 2024 10:54 AM IST

17
মেট গালায় অপরূপা আলিয়া!

রবিবার নিউ ইয়র্কে মেট গালা ২০২৪-এ হাজির হয়েছিলেন আলিয়া ভাট। তাঁর রুপের ছটায় ঝলমল করছিল পুরো অনুষ্ঠান। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

27
মেট গালায় অপরূপা আলিয়া!

এদিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি ফ্লোরাল শাড়িতে সকলের নজর কাড়েন আলিয়া ভাট।

37
মেট গালায় অপরূপা আলিয়া!

সাদা ও সোনালী রঙা ফ্লোরাল প্রিন্টের এই অভাবনীয় শাড়িতে আলিয়ার লুক যেন এক অন্য মাত্রা এনে দিয়েছে।

47
মেট গালায় অপরূপা আলিয়া!

কার্লি হেয়ার, মেকআপ ও হীরের গয়নায় অপরূপা সাজে ধার দিয়েছেন অভিনেত্রী।

57
মেট গালায় অপরূপা আলিয়া!

সব্যসাচীর তৈরি এই শাড়ি মোট ১৬৩ জন শিল্পী মিলে তৈরি করেছেন। মোট ১৯৬৫ ঘণ্টা সময় লেগেছে।

67
মেট গালায় অপরূপা আলিয়া!

এই বছরের মেট গালার থিম ছিল ‘গার্ডেন অফ টাইম’।

77
মেট গালায় অপরূপা আলিয়া!

সব্যসাচীর ডিজাইন করা পোশাকটি যেন থিমটিকে আরও সুন্দর করে তুলে ধরতে সাহায্য করেছে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos