রবিবার নিউ ইয়র্কে মেট গালা ২০২৪-এ হাজির হয়েছিলেন আলিয়া ভাট। তাঁর রুপের ছটায় ঝলমল করছিল পুরো অনুষ্ঠান। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
মেট গালায় অপরূপা আলিয়া!
এদিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি ফ্লোরাল শাড়িতে সকলের নজর কাড়েন আলিয়া ভাট।
মেট গালায় অপরূপা আলিয়া!
সাদা ও সোনালী রঙা ফ্লোরাল প্রিন্টের এই অভাবনীয় শাড়িতে আলিয়ার লুক যেন এক অন্য মাত্রা এনে দিয়েছে।