আরশাদ থেকে সঞ্জয় দত্ত- ভ্যালেন্টাইন্স ডে-তে বিয়ে করেছিলেন এই পাঁচ বলিউড তারকা, দেখে নিন কে কে

Published : Feb 14, 2024, 03:58 PM IST

প্রেম দিবসে সাত পাকে ঘুরে ছিলেন একাধিক তারকা। প্রেম দিবসে পরিণতি পেয়েছিল তাঁদের ভালোবাসা। তালিকায় যেমন আছেন আরশাদ তেমনই আছেন সঞ্জয় দত্ত। দেখে নিন ভ্যালেন্টাইন্স ডে-তে বিয়ে করেছিলেন কে কে। 

PREV
15

গৌতমী গাডগিল ও রাম কাপুর

২০০৩ সালে প্রেম দিবসের দিন বিয়ে করেছিলেন গৌতমী গাডগিল ও রাম কাপুর। এখনও তাঁরা সেরা রিয়েল লাইফ জুটির তালিকায় স্থান পান। তাঁদের ভালোবাসা সব সময় নজর কাড়ে দর্শকদের।

25

আরশাদ ওয়ারসি ও মারিয়া গোরেটি

আরশাদ ওয়ারসি ও মারিয়া গোরেটিও বিয়ে করেছিলেন প্রেম দিবসের দিন। ১৯৯১ সালে তাঁদের সম্পর্কের সূচনা হয়। ১৯৯৯ সালে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন আরশাদ ওয়ারসি ও মারিয়া গোরেটি।

35

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই-র প্রেম কাহিনি সকলের জানা। সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন তাঁরা। প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পর রিয়া পিল্লাই-র সঙ্গে সম্পর্ক তৈরি হয় সঞ্জয়ের। তাঁরা ১৯৯৮ সালে ভ্যালেন্টাইন্স ডে-র দিন গোপনে বিয়ে করেছিলেন।

45

মন্দিরা বেদী ও রাজ কৌশল

১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন মন্দিরা বেদী ও রাজ কৌশল। ১৯৯৯ সালে এই দিনে গাঁট ছড়া বাঁধেন মন্দিরা বেদী ও রাজ কৌশল। ২০২১ সালে আকস্মিক প্রয়াণ হয় রাজ কৌশলের। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে আছে।

55

রুসলান মুমতাজ ও নিরালি মেহতা

টিভি স্টার রুসলান মুমতাজ ও নিরালি মেহতা বিয়ে করেছিলেন ভ্যালেন্টাইন্স ডে-র দিন। ২০১৪ সালে ১৪ ফেব্রুয়ারি কোর্ট ম্যারেজ করেছিলেন তা তাঁরা।

click me!

Recommended Stories