সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই
সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই-র প্রেম কাহিনি সকলের জানা। সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন তাঁরা। প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পর রিয়া পিল্লাই-র সঙ্গে সম্পর্ক তৈরি হয় সঞ্জয়ের। তাঁরা ১৯৯৮ সালে ভ্যালেন্টাইন্স ডে-র দিন গোপনে বিয়ে করেছিলেন।