
স্থগিত হল আল্লু অর্জুনের জামিন মামলার রায় ঘোষণা। স্থগিত রাখল তেলেঙ্গানা আদালত। পুষ্পা ২ দ্য রুল ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাঁকে দেখতে ব্যাপক ভিড় হয় সেখানে। সেই ভিড়ে ঠেলাঠেলিতে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিন পান। এই মামলার রায় স্থগিত রাখল তেলেঙ্গানা আদালত।
অভিনেতার জামিনে আপত্তি জানিয়ে আগেই পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন চিক্কাদাপল্লির পুলিশ। সোমবার তেলেঙ্গানার নামাপল্লি আদালতে এই নিয়ে বক্তব্য জানান আল্লু অর্জুনের আইনি দল। সংশ্লিষ্ট তথ্যপ্রমাণও পেশ করা হয়। দু পক্ষে বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে, ওই মামলার আগামী শুক্রবার রায় ঘোষণা হবে। অন্যদিকে অভিনেতা জেল হেফাজত সংক্রান্ত মামলাটিতেও আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
শুক্রবারের শুনানিতে আদালত ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছেন আল্লু অর্জুন। হায়দরাবাদের ঘটনায় বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পরে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলেঙ্গানা হাই কোর্ট। কিন্তু, নিম্ন আদালতের নির্দেশের ভিত্তিতে এক রাত জেলে কাটাতে হয় আল্লু অর্জুনকে। হাই কোর্টের নির্দেশে ছাড়া পেলেও নিম্ন আদালতে এখনও চলছে আল্লু অর্জুনের মামলা। শুক্রবার সেই মামলার রায় দেবে আদালত।
এদিকে সদ্য মুক্তি পেল পুষ্পা ২। পুষ্পা ছবির ব্যাপক সাফল্যের পর এল পুষ্পা ২। এই ছবিও ব্যাপক ভাবে সফল হয়েছে। ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দার অভিনয় নজর কেড়েছে সকলের। সঙ্গে বাকি সকল তারকার অভিনয় তো আছেই। সব মিলিয়ে এবারও বক্স অফিসে রাজ করল পুষ্পা রাজ।