
বিখ্যাত গায়িকা সোনা মোহাপাত্র চলচ্চিত্র জগতে সক্রিয় হওয়ার পর ঐশ্বর্য রাইয়ের পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন, যা ভাইরাল হয়েছে। গায়িকার মতে, চলচ্চিত্র জগৎ ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিত্বে বড় পরিবর্তন এনেছে। অত্যন্ত বুদ্ধিমতী ঐশ্বর্য চলচ্চিত্র জগতের জন্য তার বুদ্ধিমত্তাকে লুকিয়ে রেখেছেন বলে দাবি করেছেন সোনা মোহাপাত্র।
লাভ লিঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে, কাজ এবং জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলেছেন সোনা মোহাপাত্র। কারও দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার জন্য তিনি দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেন বলে জানিয়েছেন গায়িকা। আমরা যদি নিজেদেরকে অসহায় ভাবি, তাহলে যেকোনো পরিবেশের সাথে মিশে যেতে পারি, সেই সময় কিছুই না জানা ব্যক্তির মতো অভিনয় করতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বড় সুপারস্টার হওয়ার আগে ঐশ্বর্য রাইয়ের সাথে তার প্রথম দেখা স্মরণ করেছেন সোনা। সেই সময় ঐশ্বর্য রাই স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করছিলেন এবং এনআইডি প্রবেশিকা পরীক্ষার জন্য মুম্বাইয়ে ট্রেনে যাচ্ছিলেন বলে জানান সোনা। “তিনি আমার চেয়ে বয়সে বড় ছিলেন, তার সহপাঠী এবং বন্ধুদের আমি চিনতাম। তিনি তখনও সুন্দরী ছিলেন, খুব বুদ্ধিমতী ছিলেন, খুব ভালো কথা বলতেন, সবসময় সেরা ছিলেন।
তবে চলচ্চিত্র জগতে আসার পর ঐশ্বর্যর আচরণে একটি পরিবর্তন লক্ষ্য করেছেন গায়িকা। সোনা বলেন, “ঐশ্বর্যর চলচ্চিত্র জগতে আসার পরের সাক্ষাৎকারগুলো দেখে আমি বলেছিলাম, ‘এটা আমি যে ঐশ্বর্যকে দেখেছি সে ঐশ্বর্য নয়’। হয়তো এটা তার কূটনীতি, এটা তাদের আরেকটা ধরনও হতে পারে।
এই পরিবর্তনের জন্য হয়তো চলচ্চিত্র জগতেরও ভূমিকা থাকতে পারে বলে মন্তব্য করে ঐশ্বর্যর বিষয়টি শেষ করেন সোনা। “তবে আমি ভেবেছিলাম ঐশ্বর্য খুব বুদ্ধিমতী একজন মহিলা। কিন্তু তিনি যে চলচ্চিত্র জগতে আছেন, সেখানে এত বুদ্ধিমতী হওয়া ঠিক নয় বলে তাকে বলা হয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে, তবে আমি জানি সে আগের ঐশ্বর্য নয়।”
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।