করণ-দ্রিশার রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট, আমির থেকে সলমন- উপস্থিত ছিলেন একাধিক বলিস্টার

Published : Jun 19, 2023, 08:27 AM IST

সাত পারে বাঁধা পড়লেন করণ দেওল ও দ্রিশা আচার্য। বাঙালি পরিচালক অনীক দত্তের ভাগ্নী হলেন দ্রিশা। সদ্য অনুষ্ঠিত হল তাঁদের রিসেপশন পার্টি। সেখানে আমির থেকে সলমন- উপস্থিত ছিলেন একাধিক বলিস্টার।

PREV
110
করণ-দ্রিশা

মুম্বইয়ের এক অভিজাত হোটেলে বসেছিল বিয়ের আসর। সেদিন করণ দেওল পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি ও দ্রিশা পরেছিলেন লাল লেহেঙ্গা। দীর্ঘদিনের প্রেমিকা দ্রিশাকে বিয়ে করেন করণ। পাঞ্জাবি মতে হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। 

210
করণ-দ্রিশা

রিসেপশন করণ ও দ্রিশার লুক নজর কাড়ে সকলের। এদিন দ্রিশা পরেছিলেন সোনালী রঙের লেহেঙ্গা। আর করণের পরনে ছিল কালো রঙের কোট ও ট্রাউজার। দুজনেই এদিন ক্যামেরাম্যানদের সামনে পোজ দেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করলেও রিসেপশন ছিল চোখে পড়ার মতো।

310
আমির খান

করণ-দ্রিশার রিশেপশেন হাজির হন আমির খান। বেইজ রঙের কুর্তা ও ডেনিম প্যান্ট পরে এসেছিলেন আমির। চোখে ছিল মোটা ফ্রেমের চমশ ও পায়ে বুট জুতো। অনুষ্ঠান বাড়িতে ঢোকার আগে ক্যামেরাম্যানদের সামনে পোজ দেন আমির খান।  

410
সলমন খান

করণ-দ্রিশার রিশেপশেন হাজির হন ভাইজান। কালো রঙে স্যুট পরে এসেছিলেন তিনি। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা নিয়ে আসে। 

510
বৎসল শেঠ ও ঈশিতা

স্ত্রী ঈশিতা দত্তকে নিয়ে হাজির হন বৎসল শেঠ। সদ্য মুক্তি পাওয়া আদিপুরুষ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ইন্দ্রজিতের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদিন তিনি পরেছিলেন কালো স্যুট আর তাঁর স্ত্রীর পরনে ছিল বেগুনি রঙের সিফন শাড়ি। 

610
সুনীল শেট্টি

করণ দেওল ও দ্রিশার রিসেপশনে উপস্থিত ছিলেন সুনীল শেট্টি। বহুদিন ধরে খবরে রয়েছে করণ-দ্রিশার বিয়ে। বিয়ের অনুষ্ঠান থেকে রিসেপশন পার্টি সর্বত্র রয়েছে চমক। এদিন রিসেপশনে হাজির হন একাধিক বলি তারকা।  

710
শত্রুঘ্ন সিনহা

ধর্মেন্দ্রর নাতি তখা সানি পুত্র করণ দেওল এবং বিমল রায়ের প্রপৌত্রী দ্রিশা আচার্যের রিসেপশেন উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। নীল রঙের ট্রাউজার। নীল ও সাদা স্ট্রাইপ করা শার্ট ও নীল মোদী কোট পরে দেখা গিয়েছিল তাঁকে। 

810
অভয় দেওল

ধর্মেন্দ্রর নাতি তখা সানি পুত্র করণ দেওল এবং বিমল রায়ের প্রপৌত্রী দ্রিশা আচার্যের রিসেপশেন উপস্থিত ছিলেন অভয় দেওল। তিনিও হাজির হন কালো রঙের কোর্টে। অনুষ্ঠানে ঢোকার আগে ক্যামেরা ম্যানদের সামনে পোজ দেন নায়ক। 

910
জ্যাকি শ্রফ

ধর্মেন্দ্রর  নাতির বিয়েতে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ। বিয়ের দিন হোক কিংবা বউভাত- সবই রয়েছে খবরে।  মুম্বইয়ে অনুষ্ঠিত হয় রিসেপশন। সেখানে একাধিক বলিতারকা হাজির হন। এদিন বসেছিল চাঁদের হাট। 

1010
ববি দেওল ও ছেলে

ছেলেকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন ববি দেওল। বিয়ের দিনও তাঁর ছবি ভাইরাল হয়েছিল। করণ ও দ্রিশার বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

click me!

Recommended Stories