১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিং চলাকালীন সলমনের বিরুদ্ধে তিনটি হরিণ শিকার করেছিলেন। এই নিয়ে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ৫১ ধারার অধীনে দুটি পৃথক মামলা নথিভুক্ত হয়েছিল। ১৯৯৮ সালের অক্টোবারে সলমন খানে বিরুদ্ধে লাইসেন্সবিহীন ০.২২ রাইফেল ও একটি ০.৩২ রিভলভার রাখার কারণে আইনী মামলায় জড়ান। তেমনই, ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।