আরাধ্যার জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন অমিতাভ, জেনে নিন কী লিখলেন বিগ বি?

Published : Nov 16, 2025, 03:59 PM IST
amitabh bachchan visit dharmendra home

সংক্ষিপ্ত

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন তাঁর নাতনি আরাধ্যার ১৪তম জন্মদিনে ব্লগে একটি মন ভালো করা বার্তা দিয়েছেন। এই প্রতিবেদনে ঐশ্বর্য রাই বচ্চনের একটি পুরোনো পোস্ট এবং অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য জীবনের টানাপোড়েনের গুঞ্জন নিয়েও আলোচনা করা হয়েছে।

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন তাঁর নাতনি আরাধ্যার ১৪তম জন্মদিনে তাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। আজ আরাধ্যার জন্মদিন, আর এই বিশেষ দিন উপলক্ষে বিগ বি আগেভাগেই একটি মন ভালো করে দেওয়া বার্তা দিয়েছেন। নিজের ব্লগে অভিনেতা লিখেছেন, "ছোট্ট আরাধ্যার জন্মদিনের প্রাক্কালে অনেক আশীর্বাদ.. আমাদের মধ্যে থাকা শিশুটি সময়ের সাথে সাথে বড় হয় এবং আমরা তাদের জন্য সেরাটা কামনা করি.. আমরা সেই প্রার্থনাই করি.. আর আজ সেই প্রিয়জনের জন্মদিন.. অনেক আশীর্বাদ।"

উল্লেখ্য, নিজের জন্মদিনের কয়েক সপ্তাহ পরেই সুপারস্টার তাঁর নাতনির বিশেষ দিনটি উদযাপন করছেন। একটি মিষ্টি পোস্টে, ঐশ্বর্য রাই বচ্চন আরাধ্যার সঙ্গে বিগ বি-র একটি পুরোনো ছবি শেয়ার করেছেন, যেখানে দুজনকে একটি সুন্দর ছবির জন্য পোজ দিতে দেখা যাচ্ছে। 'গুডবাই' অভিনেতা সেলফির জন্য ক্যামেরা ধরেছিলেন, আর ছোট্ট আরাধ্যা তার দাদুর সঙ্গে আদর করে হাসিমুখে ছবি তুলছিল। 

"শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। সবসময় ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ থাকুক," ক্যাপশনে লিখেছেন ঐশ্বর্য।

 

 

দাম্পত্য জীবনের টানাপোড়েনের গুঞ্জন

ঐশ্বর্য এবং অভিষেক বচ্চন ২০০৭ সালে বিয়ে করেন এবং ২০১১ সালের নভেম্বরে আরাধ্যাকে স্বাগত জানান। সম্প্রতি এই দম্পতির দাম্পত্য জীবনে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। বচ্চন পরিবারকে ছাড়াই ঐশ্বর্য এবং তাঁর মেয়ে অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিয়েছিলেন। পরিবারের বাকি সদস্যরা, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য নন্দা এবং নভ্যা নাভেলি একসঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ায় তাদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়। তবে, পরে বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন থেমে যায়।

কাজের ক্ষেত্রে

এদিকে, কাজের ক্ষেত্রে, অমিতাভ বচ্চন বর্তমানে 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-র ১৭তম সিজন হোস্ট করতে ব্যস্ত। তাঁর হাতে 'কল্কি ২৮৯৮ এডি' এবং 'ব্রহ্মাস্ত্র'-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েলসহ বেশ কিছু আকর্ষণীয় সিনেমাও রয়েছে। (এএনআই)

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার