অমিতাভের শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতে ডাক্তার আনতে হল বাড়িতে

Published : Mar 20, 2023, 12:53 PM IST
amitabh bachchan pens new blog amid suffering is painful rib cartilage fracture recovery KPJ

সংক্ষিপ্ত

সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না বিগ-বির।চলতি মাসে হায়দরাবাদে আপকামিং ছবি প্রজেক্ট কে -র শুটিং সেটে গুরুতর আহত হন অমিতাভ বচ্চন।ফের আবার নতুন রোগ দেখা দিল অভিনেতার শরীরে। যার ফলে চলাফেরাও প্রায় বন্ধ হওয়ার জোগাড়।

ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন। সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না বিগ-বির।চলতি মাসে হায়দরাবাদে আপকামিং ছবি প্রজেক্ট কে -র শুটিং সেটে গুরুতর আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে পাঁজরে চোট লাগে অভিনেতার। পাঁজরের কার্টিলেজ ভাঙার সেই চোট সারতে যে সময় লাগবে,তা নিজেই জানিয়েছিলেন অমিতাভ। তবে ফের আবার নতুন রোগ দেখা দিল অভিনেতার শরীরে। যার ফলে চলাফেরাও প্রায় বন্ধ হওয়ার জোগাড়।

সূত্রের খবর, পাঁজরের চোটের ব্যথা অনেক বেশি ভোগাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে । শরীর এতটাই খারাপ যে মাটিতে পা ফেলতে পারছেন না। সম্প্রতি নিজের শরীর স্বাস্থের কথা নিজেই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের কথা জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিল। পায়ের নীচে গুঁফো হয়েছে। অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে শরীরে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে। কী এই ক্যালাস রোগ, যাতে আক্রান্ত হয়ে এতটা যন্ত্রণা-কষ্ট সহ্য করতে হচ্ছে। পায়ের পাতা কিংবা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। তবে জটিল কোনও রোগ না হলেও এই রোগ হলে শরীরে অসহ্য যন্ত্রণা হয়। তবে অমিতাভের এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে তাকে। এমনই যন্ত্রণা বেড়েছে যে রাতের বেলা জলসাতে ডাক্তারও ডাকতে হয়েছে। এবং চিকিৎসক এসে সেই ফোস্কা দেখে প্রয়োজন মতো চিকিৎসা করেছেন।

 

 

শরীরে এত যন্ত্রণা ও কষ্টের মধ্যে নেটদুনিয়ায় অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। নিজের ফ্যানেদের সঙ্গে আত্মবিশ্বাসের কথা শেয়ার করে ব্লগে অমিতাভ লিখেছেন, আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের ব়্যাম্পে দেখা হবে। বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন হামেশাই নিজের সমস্ত আপডেট ভক্তদের দিয়ে থাকেন। এবারও নিজের শরীরের অসহ্য যন্ত্রণার কথা জানালেন নিজেই। নিজের ব্লগে হেলথ আপডেট শেয়ার করতেই সকল অনুরাগীরাই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য, বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রভাস অভিনীত ছবি প্রোজেক্ট কে-তে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। গত ৬ মার্চ অমিতাভের পাঁজরের এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেন পুরোপুরি বিশ্রামে রয়েছেন। শীঘ্রই কাজে ফিরতে পারবেন বিগ বি, তেমনটাই আশা অমিতাভ বচ্চনের।

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল