কে বলবে ৮২ বছর! এ যেন একেবারে তরুণ, ঝকঝকে অমিতাভ বচ্চন, কীভাবে এত বয়স কমল অভিনেতার?

Published : Apr 23, 2024, 11:58 AM ISTUpdated : May 03, 2024, 02:26 PM IST
Amitabh Bachchan stunning look at Kalki 2898 AD

সংক্ষিপ্ত

কে বলবে ৮২ বছর বয়স? দেখে মনে হচ্ছে একেবারে তরুণ, তরতাজা যোদ্ধা। কীভাবে এত তরুণ হয়ে গেলেন অমিতাভ বচ্চন? 

কে বলবে ৮২ বছর বয়স? দেখে মনে হচ্ছে একেবারে তরুণ, তরতাজা যোদ্ধা। অমিতাভ বচ্চনের নতুন লুক দেখলে আর চোখ ফেরাতে পারবেন না। এক ধাক্কায় যেন ২০ বছর বয়স কমে গিয়েছে। আশির গণ্ডি পেরিয়েও চিরসুবজ বলিউডের 'অ্যাংরি ইয়াংম্যান'। রুপোলি পর্দায় ঝকঝকে তরুণ যোদ্ধার অবতারে দেখা মিলবে অমিতাভের। একেবারে ভিস্যুয়াল এফেক্টসের কারসাজিতে অন্য রূপে ধরা দেবেন অমিতাভ। নাগ অশ্বিনের সাই-ফাই ছবি কল্কি ২৮৯৮ এডি-তে অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

ছবির এই টিজার সামনে আসতেই উচ্ছ্বসিত নেটদুনিয়ার বাসিন্দারা। কিন্তু কীভাবে এত তরুণ হলেন অমিতাভ? ডি-এজিং টেকনোলজির সাহায্যেই এমনটা সম্ভব হয়েছে। অমিতাভের সেই লুক দেখেই অবাক হয়েছেন নেটিজেনরা।

রবিবার রাতে 'ইন্ট্রোডিউসিং অশ্বত্থামা' নামে একটি নতুন ফুটেজ প্রকাশ করেছেন নির্মাতারা। এতে দেখা যায়, বৃদ্ধ অমিতাভ একটি ছোট ছেলের সঙ্গে কথোপকথন করছেন। তাঁর শরীরে ছেঁড়া পোশাক, গায়ে ভস্ম, জোর হাতে শিবলিঙ্গের সামনে বসে তপস্যরত 'অশ্বত্থামা' অমিতাভ। সেখানে একটি বাচ্চা ছেলে প্রশ্ন করছে, "এটা কি মন্দির? তুমি কি অমর? আচ্ছা তুমি কি ঈশ্বর?" সেই খুদেকে অমিতাভ জানান, '"এবার আমার শেষ যুদ্ধের সময় এসে গেছে…"। নিজেকে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা বলে পরিচয় করান তিনি।

কালো গোঁফ, লম্বা কালো চুলের অমিতাভকে দেখে কয়েক মুহূর্তের জন্য পর্দায় চোখ আটকে যায় নেটপাড়ার। ক্ষতবিক্ষত চেহারার মধ্যেও তাঁর কপালে যেন সূর্যের কিরণ জ্বলজ্বল করছে। নেটপাড়া মজেছে অমিতাভের ডি-এজড লুক দেখে। কমেন্ট বক্স ভরিয়েছেন নেটিজেনরা। ,'ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা পাঁচ দশক ধরে রাজত্ব করছেন এবং সেই রাজত্ব আজও অব্যাহত……'। অনেকে তো তরুণ অমিতাভকে অভিষেক বচ্চন ভেবেও ভুল করে বসেন। একজন লেখেন, 'ভিএফএক্সের উপযুক্ত ব্যবহার এটাকেই বলে, নাগ অশ্বিনকে কুর্নিশ'।

রবিবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র মধ্যের রোমাঞ্চকর ম্যাচ চলাকালীন ২১ সেকেন্ডের টিজারটি উন্মোচন করা হয়েছিল। অমিতাভ এক্স-হ্যান্ডেলে জানান, 'এটি আমার জন্য এমন একটি অভিজ্ঞতা যা আগের মতো ছিল না ..'।

সাই-ফাই ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন, যিনি ইয়েভাদে সুব্রহ্মণ্যম এবং মহানতির মতো ছবির জন্য জনপ্রিয়। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন কমল হাসান, দিশা পাটানি, বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের । আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে এই ছবি।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত