২০২১ সালটা মোটেই সুখকর ছিল না অনন্যার জন্য। ২০২১ সালেই মাদককান্ডে আরিয়ান খানের সূত্র ধরেই শিরোনামে উঠে এসেছিলেন অনন্যা পান্ডে। আচমকাই বাড়িতে এনসিবি হানা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ,ইডি-র জেরা , নেটিজেনদের কটাক্ষ আরও কত কি সামলাতে হয়েছে অনন্যাকে। এককথায় ২০২১-এ যেন ঝড় বয়ে গেছে অনন্যার উপর দিয়ে। আপাতত মাদক বিতর্ক এখন অতীত।