১৫ বছরেই নাকি IVF -এর দ্বারা পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য, এমনই দাবি করছেন এই যুবক

বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে চর্চার শেষ নেই। তবে এবার অদ্ভুত কারণের জেরে চর্চায় উঠে এলেন রাই সুন্দরী। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের এক যুবক দাবি করেন, তিনি নাকি ঐশ্বর্য রাইয়ের প্রথম সন্তান, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

 

Web Desk - ANB | Published : Feb 24, 2023 8:04 AM IST
19

প্রেম থেকে বিবাহ,দাম্পত্য,সবেতেই যেন চর্চায় রয়েছেন রাই সুন্দরী। তাকে  নিয়ে চর্চা লেগেই রয়েছে। এবার অদ্ভুত কারণের জেরে চর্চায় উঠে এলেন রাই সুন্দরী। যার কারণে ঐশ্বর্যকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

29

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের এক যুবক দাবি করেন, তিনি নাকি ঐশ্বর্য রাইয়ের প্রথম সন্তান। ১৫ বছর বয়সেই নাকি তাকে জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যুবকের এই দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।

39

অন্ধ্রপ্রদেশের যুবক সঙ্গীত কুমার দাবি করেছেন, তিনি ঐশ্বর্য রাইয়ের প্রথম ছেলে।, ১৯৯৮ সালে ১৫ বয়সে আইভিএফ-এর মাধ্যমেই নাকি তার জন্ম দিয়েছিলেন বলি নায়িকা। এবং লন্ডনেই তার জন্ম হয়। তার এই দাবি শুনেই হতবাক হয়েছেন ভক্তরা।

49


৩২ বছরের ওই যুবক জানিয়েছেন, দু বছর বয়স পর্যন্ত বৃন্দা ও কৃষ্ণরাজ রাইয়ের কাছেই  ছিলেন তিনি। পরে নাকি তার বাবা ভাদিভেলু রেড্ডি তাকে বিশাখাপত্তনমে নিয়ে আসেন। সঙ্গীতের দাবি,এতদিন পর্যন্ত আত্মীয়রা মায়ের পরিচয় গোপন করে রেখেছিলেন।
 

59

সঙ্গীত আরও দাবি করেন, এখন তিনি মায়ের পরিচয় জানতে পেরেছেন। এবং মায়ের পরিচয় জানার পর থেকেই মায়ের সঙ্গে সময় কাটাতে তান। তিনি চান, বিশ্বসুন্দরী তার সঙ্গে ম্যাঙ্গালুরুতে এসে থাকুন।

69

ঐশ্বর্য রাই বচ্চনের মা হওয়ার খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নিজের ছোটবেলার ছবি দেখিয়ে ঐশ্বর্যকে নিয়ে এই মন্তব্য করেছেন সঙ্গীত। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সঙ্গীতের কাছে বিষয় কোন প্রমাণ নেই।

79

সঙ্গীত আরও দাবি করেছেন, অভিষেক বচ্চনের সঙ্গে বর্তমানে ঐশ্বর্যর সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে তার কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। তবে কি জনপ্রিয়তার জন্যই এই কান্ড ঘটিয়েছেন তিনি।
 

89

কেরিয়ারের শুরুতেই বি-টাউনে আলোড়ন ফেলেছিলেন অ্যাশ। তবে সম্পর্কে জড়ালেও নিজের দৃষ্টিভঙ্গিতে অনড় ছিলেন ঐশ্বর্য। ফের ঐশ্বর্যকে রাই বচ্চনকে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

99


ঐশ্বর্যকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। তবে এখনও পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে চুপ রয়েছেন রাই সুন্দরী। এমনকী বচ্চন পরিবারও কোনও মন্তব্য করেননি। এই মুহূর্তে ঐশ্বর্য ব্যস্ত রয়েছেন মণি রত্নমের ‘পেন্নিয়ান সেলভান ২’-এর কাজ নিয়ে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos