৩৩ বছর পূর্ণ হল 'বেটা' ছবি মুক্তির, জেনে নিন কেন এই ছবি মন কেড়েছিল দর্শকদের
ফিল্ম বেটা ৩৩ বছর পূর্ণ করলো। অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের ছবি 'বেটা'-র মুক্তির ৩৩ বছর পূর্ণ হল। সিনেমাটি ১৯৯২ সালে মুক্তি পায়। এর পরিচালক ছিলেন ইন্দ্র কুমার।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক ইন্দ্র কুমারের ছবি 'বেটা'-র ৩৩ বছর পূর্ণ হল। এই সিনেমায় মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
27
খবর অনুযায়ী, অনিল কাপুর চেয়েছিলেন এই সিনেমায় শ্রীদেবী প্রধান চরিত্রে অভিনয় করুন। তবে শ্রীদেবী নির্মাতাদের 'না' করে দেন। এরপর মাধুরী দীক্ষিতকে নেওয়া হয়।
37
জানা যায়, অনিল কাপুর 'বেটা'-র নির্মাতাদের বলেছিলেন, শ্রীদেবী রাজি না হলে অন্য কোনো বড় অভিনেত্রীকে নেওয়া যেত, মাধুরী দীক্ষিতকে কেন? সিনেমাটি ফ্লপ হবে।