নির্মলা কাপুরের প্রার্থনা সভায় উপস্থিত একাধিক বলিউড তারকা, দেখে নিন কে কে ছিলেন

Published : May 14, 2025, 05:12 PM IST

বুধবার অনিল এবং বনি কাপুরের মা নির্মলা কাপুরের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কাপুর পরিবার ছাড়াও করিনা কাপুরের বৌদি উপস্থিত ছিলেন। সবাই তাঁকে শ্রদ্ধা জানান।

PREV
17

অনিল কাপুরের মা নির্মলা কাপুরের বুধবার প্রার্থনা সভা ছিল। এই উপলক্ষে সম্পূর্ণ কাপুর পরিবার একত্রিত হয়ে পূৃুজা করে। 

27

মায়ের প্রার্থনা সভায় বনি কাপুর  নজরে এলেন। তিনি সিল্কের পাজামা কুর্তা পরে দেখা গেল।

37

মা নির্মলা কাপুরের প্রার্থনা সভাতে অনিল কাপুর বেশ উদাস নজরে এলেন। তিনি মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। 

47

দিদিমাকে হারানোর গ্লানি সোনম কাপুরের মুখে স্পষ্ট দেখা গেল। দিদিমার প্রার্থনা সভাতে তিনি নিজের কান্না ধরে রাখতে পারলেন না।

57

শাশুড়ি निर्मলা কাপুরের প্রার্থনা সভাতে বউ মহীপ কাপুরও উপস্থিত ছিলেন। এই সময় মহীপকেও উদাস দেখা গেল।

67

করিনা কাপুরের বৌদি রীমা জৈনও নির্মলা কাপুরের প্রার্থনা সভাতে উপস্থিত ছিলেন।

77

দিদিমার প্রার্থনা সভাতে নাতনি অংশুলা কাপুরও  নজরে এলেন। উল্লেখ্য, অংশুলা, বনি কাপুরের মেয়ে এবং অর্জুন কাপুরের বোন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories